দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী(Rajib Gandhi) হত্যায় অন্যতম দোষী এ জি পেরারিভালানকে(J P Perarivalan) জামিন দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। মাত্র ১৯ বছর বয়সে গ্রেফতার রাজীব হত্যায় যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। সেই থেকে জেলবন্দি থাকা পেরারিভালানকে অবশেষে জামিন দিল আদালত।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরের একটি নির্বাচনী জনসভায় তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করে LTTE’র আত্মঘাতী বিদ্রোহী। এই ঘটনায় নলিনী-সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করে TADA আদালত। এই হত্যাকাণ্ডের সঙ্গেই যুক্ত ছিল পেরারিভালান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, রাজীব হত্যায় ব্যবহৃত বেল্ট বোমায় ব্যবহারের জন্য একটি ৮ ভোল্টের ব্যাটারি কেনার। এর জেরে ১৯৯৯ সালের মে মাস থেকে জেলবন্দি হন পেরারিভালান। ১৯৯৯ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ২০১৪ সালে তার এবং অন্য দুই অপরাধী মুরুগান ও সান্থানের সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে তেমন আর্থিক সহায়তা না করায় ফের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

পেরারিভালানের জামিন মঞ্জুর করা হবে কিনা তা নিয়ে এতদিন বিবেচনা করছিল দেশের শীর্ষ আদালত। কারণ আগেই রাজ্যপালের কাছে নিজের মুক্তির জন্য আবেদন জানিয়েছিলেন পেরারিভালান। যদিও রাজ্যপাল এখনও সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। তার আগেই তাকে মুক্তি দেওয়া উচিত কিনা তা বিবেচনা করে দেখার পর রায় দিল শীর্ষ আদালত। যদিও কেন্দ্রের তরফে আগেই এই আবেদনের তীব্র বিরধিতা করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয় পেরারিভালানের আবেদনে সাড়া দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতিই সবচেয়ে বিচক্ষণ মানুষ।
