Minister on Rape : রাজস্থানের বিধানসভায় ধর্ষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর, তুমুল নিন্দার ঝড়

"রাজস্থান পুরুষের রাজ্য, তাই ধর্ষণে এক নম্বর!" এই মন্তব্য নিয়ে তোলপাড় গোটা দেশ।

৮ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস(International Women’s Day), গোটা বিশ্ব কুর্নিশ জানিয়েছে নারী অগ্রগতিকে। কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজস্থানের মন্ত্রীর মন্তব্যে দেশ জুড়ে সমালোচনার ঝড়। গেরুয়া শিবির তো সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে প্রশ্ন তুলেছে কংগ্রেসের (Congress)সংস্কৃতি নিয়ে? ঠিক কী মন্তব্য করেছেন মন্ত্রী? বুধবার রাজস্থানের (Rajasthan) বিধানসভা অধিবেশন চলাকালীন পরিষদীয় মন্ত্রী শান্তি ধারিওয়াল (Shanti Kumar Dhariwal) সদর্পে পুরুষতান্ত্রিক স্টিরিওটাইপের বড়াই করলেন নারীকে অসম্মান করেন। আত্মগর্বে মশগুল মন্ত্রী ‘ধর্ষণ’ (Rape)এর খতিয়ানের বিচারে নিজের রাজ্যকে সেরা ঘোষণা করলেন। “আমরা ধর্ষণের মামলায় এক নম্বরে। এতে কোনও সন্দেহই নেই। কেন আমরা ধর্ষণে এগিয়ে? কারণ, রাজস্থান পুরুষের রাজ্য (মর্দো কা প্রদেশ)” – ঠিক এই মন্তব্য করেছেন অশোক গহলৌত মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা পরিষদীয় মন্ত্রী শান্তি ধারিওয়াল(Shanti Kumar Dhariwal)।

আরও পড়ুন- Firhad: কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া : ফিরহাদ

মঙ্গলবার ছিল নারী দিবস(Women’s Day),আর বুধবার রাজস্থানের (Rajasthan) মন্ত্রীর এহেন মন্তব্য সম্বলিত ভিডিয়ো টুইট করেছেন বিজেপি-র এক মুখপাত্র। তিনি সরাসরি আঙ্গুল তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধীর(Priyanka Gandhi) দিকে, এটাই কি কংগ্রেসের সংস্কৃতি? “রাজস্থান পুরুষের রাজ্য, তাই ধর্ষণে এক নম্বর!” এই মন্তব্য নিয়ে তোলপাড় গোটা দেশ। সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। বিজেপি সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেছে,পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা ভরদ্বাজ সরাসরি মন্ত্রিমশাই এর এই মন্তব্যকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে ধারিওয়াল আসলে ধর্ষণকেই আইনি ও সামাজিক স্বীকৃতি দিতে চাইছেন। বিধানসভা চলাকালীন মন্ত্রীর এহেন মন্তব্য করা মাত্রই হাসির রোল ওঠে অধিবেশন কক্ষেই। সোশ্যাল মিডিয়ায়(Social Media) এই নিয়েও সমালোচনা শুরু হয়েছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

 

Previous articleJhulan Goswami: অনন্য নজির ঝুলনের, বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী চাকদাহ এক্সপ্রেস
Next articleগোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হাত-পদ্মর, ৩ আসনে এগিয়ে তৃণমূল জোট