গঠিত হচ্ছে হোমিওপ্যাথিক জুনিয়র ডাক্তারদের রাজ্য কমিটি (State Committee of Junior Doctor Network)। প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ শান্তনু সেনের (Dr. Santanu Sen) তত্ত্বাবধানে হোমিওপ্যাথিক জুনিয়র ডাক্তারদের (State Committee of Junior Doctor Network) রাজ্য কমিটি গঠন করা হচ্ছে।

আরও পড়ুন: দিল্লির পর পাঞ্জাব, এবার গোটা দেশে ইনক্লাব হবে: জয়ের পর হুঙ্কার কেজরির
এই কমিটিতে রয়েছেন:-

চিফ কো-অর্ডিনেটর: ডাঃ মোস্তফা মল্লিক

কো-অর্ডিনেটর পদে রয়েছেন- ডাঃ তমারা আফরোজ, ডাঃ রতন মণ্ডল, ডাঃ আলিউল ইসলাম, ডাঃ ফারুক বিন আনসার, ডাঃ রাজেশ রোশান।

প্রেসিডেন্ট: ডাঃ মোজিবুল রহমান

ভাইস প্রেসিডেন্ট: ডাঃ কৌস্তভ রায়, ডাঃ মধুরিমা দে, ডাঃ শিবশান্ত তন্তুবাই, ডাঃ আসিফ ইকবাল।

জেনারেল সেক্রেটারি: ডাঃ খুসবু পাণ্ডে

স্টেট কনভেনর: ডাঃ সৈকত ঢ্যাং।

জয়েন্ট সেক্রেটারি: ডাঃ কিশলয় আহমেদ পেয়াদা, ডাঃ অভিষেক কর্মকার, ডাঃ আরিফ হোসেন।

ট্রেজারার: ডাঃ শঙ্খ ঘোষ।

এক্সিকিউটিভ মেম্বার: ডাঃ পলাশ মাইকপ, ডাঃ কনক কান্তি সিংহ, ডাঃ চিরঞ্জিত মাইতি, ডাঃ পায়েল সরকার, ডাঃ আব্দুর রহমান, ডাঃ নাইম আখতার পুরকাইত।
