Wednesday, December 3, 2025

আজকের ভোটের কোনও প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না, জানালেন কুণাল

Date:

Share post:

আজ ৫ রাজ্যের নির্বাচনী ফল প্রকাশের কথা উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাফ জানান, আজকের ভোটের কোনো প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না। লোকসভা নির্বাচনের আরো দু’বছর বাকি। দেশের মানুষ বিজেপিকে চাইছে না। কারণ জনবিরোধী নীতি। মানুষ বিকল্প চাইছেন এবং বাংলাই সেই বিকল্প গঠনের নেতৃত্ব দেবে। যে ফলাফল আজ হয়েছে, কিছু জায়গায় বিজেপি ক্ষমতা দখলে রেখেছে, আসন কমেছে তাদের। মোটের উপরে কোন প্রভাব লোকসভা নির্বাচনে কোনো অবস্থায় পড়বে না। লোকসভার আগে যথাযথ বিকল্প তৈরি হবে। পশ্চিমবঙ্গে যেভাবে দিল্লির সর্বভারতীয় সমস্ত নেতারা আসার পরেও বিজেপি হেরেছিলেন, সেই মডেল লোকসভায় কাজ করবে। ফলে এই ভোট দেখিয়ে লোকসভা ভোট ভাবার কোনো কারণ ঘটেনি। আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ২০২৪ কে লক্ষ্য রেখে বিজেপি বিরোধী বিকল্প জোট কাজ আরও গতি বাড়বে।

কুণাল (Kunal Ghosh) এদিন বলেন, তৃণমূল কংগ্রেসই (TMC) পারে বিজেপিকে হারাতে। কংগ্রেসের (Congress) উদ্দেশে কুণালের বক্তব্য, কংগ্রেসের উচিত আয়নায় নিজেদের মুখ দেখা। কংগ্রেস নিজেদের প্রধান বিরোধী শক্তি বলে দাবি করে কিন্তু তারা সেই জায়গায় নেই। তারা ব্যর্থ। মানুষের মধ্যে কংগ্রেসের কোনো ছাপ নেই। আমাদের বক্তব্য, যে ক’জন পুরোনো কংগ্রেস কর্মীরা রয়েছেন তারা জোট বাধুন। যে নেতা নেত্রীরা কংগ্রেসী ঘরানার তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে একজোট হন। আসুন একজোট হয়ে জাতীয় স্তরে বিজেপিকে পরাজিত করার লড়াইয়ে আরো মজবুত করা যাক।

আরও পড়ুন: ‘জাদু সংখ্যা’ ছুঁতে পারেনি, নির্দলের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে গোয়া বিজেপি

তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারন সম্পাদক তথা মুখপাত্র বলেন, “নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে জয়-পরাজয় থাকে। কেউ জিতেছেন কেউ  পরাজিত হয়েছেন। যারা জিতেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। উত্তরপ্রদেশে বিজেপির অনেকগুলি আসন কমেছে। সমাজবাদী পার্টি চেষ্টা করেছে। ভালো লড়াই করেছেন। কিন্তু বিজেপি কেন্দ্রে থাকার সুযোগ নিয়ে, সমস্ত রকম শক্তি দিয়ে, বহু রকম কারচুপিসহ সর্বশক্তিতে চেষ্টা করেছে আরো একবার ক্ষমতায় থেকে যাওয়ার। ইভিএম লুটের অভিযোগ এসেছে। তার কোনো সুরাহা হয়নি। এখন ছলে-বলে-কৌশলে ক্ষমতাটা দখলে রাখা, কেন্দ্রে থাকার সুবিধা নিয়ে এটা বিজেপি বাংলাতেও চেষ্টা করেছিল। বাংলায় সুবিধা করতে পারেনি। বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাজিত করেছে। উত্তরপ্রদেশে অখিলেশরা চেষ্টা করেছে। কিন্তু বিজেপির কৌশল হয়তো তারা বুঝতে পারেনি। পুরোদস্তুর মোকাবিলা করতে পারেনি ফলে কিছুটা পিছিয়ে থাকতে হয়েছে। বাংলা চোখে চোখ রেখে মোকাবিলা করেছিল।”

পাঞ্জাবে (Punjab) বিজেপিকে (BJP) মানুষ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়ে দেন কুণাল। তাঁর কথায়,”কংগ্রেস মানুষের আস্থা হারিয়েছে। তৃণমূল কংগ্রেস সেরাজ্যে সংগঠন করতে যায়নি। সেখানে আম আদমি পার্টিকে ভোট দিয়েছেন মানুষ।”

কুণাল আরও বলেন, “গোয়াতে (Goa) তৃণমূল সবেমাত্র পা রেখেছে। আমাদের দল সেখানে প্রাথমিক কাজগুলো করেছে দু-তিন মাসে। তাই সন্তোষজনক ছাপ অন্তত পড়েছে। ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেস ২৪ শতাংশ ভোট পেয়েছিল।”

আজ আরও একবার বঙ্গ- বিজেপিকে তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, “বাংলার বিজেপি নেতারা ব্যর্থ এবং প্রত্যাখ্যাত। কর্মীরা জানেন এখানে বিজেপি নেতারা নিজের ব্যর্থতা ঢাকতে পাশের বাড়ির ছাদের দিকে আঙুল তুলছেন। বাংলায় বিজেপি পরপর হেরে চলেছে। বাংলার মানুষ তাদের গ্রহণ করেননি।”

 

spot_img

Related articles

বাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

“আমরা ওয়াকফ আইন (Waqf Act) তৈরি করিনি। বিজেপি (BJP) সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৩ ডিসেম্বর (বুধবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৮৪৫ ₹ ১২৮৪৫০ ₹ খুচরো পাকা সোনা ১২৯১০...

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন...

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...