Tuesday, January 13, 2026

ভোট মিটতেই ফের ‘বেচুবাবু’ মোদি, এবার লক্ষ্য সরকারি জমি বিক্রি

Date:

Share post:

পাঁচ রাজ্যে নির্বাচন(Election) পর্ব মিটে যাওয়ার পর এবার স্বমহিমায় ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একের পর এক রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা বিক্রি করার পর আরও একবার মোদি মনোনিবেশ করলেন সরকারি সম্পদ বিক্রিতে।

গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছে সরকারের বিভিন্ন দফতরের হাতে থাকা উদ্বৃত্ত জমি(Land Property) নিলাম ডেকে বিক্রি করা হবে। যার জন্য তৈরি হবে ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেসন কর্পোরেশন। সরকারি সূত্রের খবর, এই সংস্থা কেন্দ্রীয় সরকারি দফতরের হাতে থাকা উদ্বৃত্ত জমির তালিকা তৈরি করে তা বিক্রি করবে। ইতিমধ্যেই তার প্রাথমিক তালিকাও প্রকাশ্যে এসেছে যেখানে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির মধ্যে রেল ও প্রতিরক্ষা বিভাগের হাতে আছে সবচেয়ে বেশি জমি। রেলের হাতে থাকা উদ্বৃত্ত জমির পরিমাণ ১ লাখ ২৫ হাজার একর। প্রতিরক্ষা মন্ত্রকের হাতে আছে ১৬ লাখ একরের বেশি বাড়তি জমি। এছাড়া বিএসএনএল, এইচএমটি, সেল, বিইএমএল, গেইল ইত্যাদি রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে আছে কয়েক লাখ একর উদ্বৃত্ত জমি। এগুলি বিক্রি করেই রাজকোষ ভরানোর পরিকল্পনা করেছে সরকার।

আরও পড়ুন:ব্যাপক EVM লুটের পরও কমেছে আসন, জিতলেও উত্তরপ্রদেশে BJP-র মাথাব্যাথা অখিলেশ

উল্লেখ্য, গত বছর কেন্দ্রীয় সরকার ন্যাশনাল মনিটাইজেসন পাইপলাইন তৈরি করেছে। ওই সংস্থা বন্ধ ও রুগন কেন্দ্রীয় সরকারি সংস্থা বিক্রি করবে। সরকারের সেই উদ্যোগ যদিও এখনও খুব একটা সফল হয়নি। তবে বহু চেষ্টার পর এয়ার ইন্ডিয়া টাটারা কিনেছে। কিন্তু সরকারি সংস্থা বেচে গত বছর কেন্দ্র এক লাখ কোটি টাকা আয় করার টার্গেট নিয়েছিল মোদি সরকার। কিন্তু তা হয়নি। ফলে এবছর ৭৮ হাজার কোটি টাকা সম্পদ বেচে আয় করার পরিকল্পনা করা হয়েছে। বাকি অর্থ সরকারের হাতে থাকা বাড়তি জমি বেচে আয়ের পরিকল্পনা করা হয়েছে।

spot_img

Related articles

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...