Friday, November 14, 2025

“ধ্রুবসত্যটি সাহেবও জানেন”, মোদিকে কটাক্ষ করে কেন এমন বললেন পিকে ?

Date:

(“২০২৪ সালে গোটা দেশের রাজনৈতিক লড়াই ও তার ফলাফলও নির্ধারিত হবে ২০২৪ সালেই। কোনও রাজ্যের বিধানসভা নির্বাচন থেকে নয়।”)

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কোনও প্রভাব দু’বছর পর লোকসভা ভোটে পড়বে না বলেই দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “সাহেব” বলেও কটাক্ষ করে পিকে বলেন, ২০২৪ সালের লোকসভার ফলাফল ঠিক হবে ২০২৪ সালেই। কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে নয়।

গতকাল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দেখা যায় উত্তরপ্রদেশ সহ তিন রাজ্যে সরকার গড়বে বিজেপি। পাঞ্জাবে দুরন্ত ফল করে সরকার গড়বে আম আদমি পার্টি। এরপর আসরে নামেন প্রধানমন্ত্রী মোদি। উত্তরপ্রদেশ বিজেপি রাজ্য সদর দফতরে গিয়ে মোদি হাত উঁচিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ২০২২ সালের উত্তরপ্রদেশ ২০২৪-এর রাস্তা দেখিয়ে দিল। অর্থাৎ পরোক্ষে মোদির দাবি, উত্তরপ্রদেশের এই জয় ২০২৪-এর লোকসভা ভোটের লড়াইয়ে ফের জিতবে বিজেপি।

মোদির সেই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি পিকে। মোদির এমন বক্তব্যকে কটাক্ষ করে টুইটে ভোটকুশলী লেখেন, “২০২৪ সালে গোটা দেশের রাজনৈতিক লড়াই ও তার ফলাফলও নির্ধারিত হবে ২০২৪ সালেই। কোনও রাজ্যের বিধানসভা নির্বাচন থেকে নয়। এই ধ্রুবসত্যটি সাহেবও জানেন। সেকারণেই বিধানসভা নির্বাচনের ফলাফলগুলিকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, যাতে স্নায়ুযুদ্ধে বিরোধীদের থেকে খানিকটা এগিয়ে যাওয়া যায়।”

এরপরই মোদি বিরোধী অবিজেপি দলগুলিকে পিকের সতর্কবার্তা, “এই মিথ্যা প্ররোচনায় পা দেবেন না।”

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version