ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম-এ আর নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না। আর কোনও নতুন গ্রাহককে যোগ করতে পারবে না পেটিএম। শুক্রবার এমনই নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আরবিআই পেটিএমকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে একটি অডিট ফার্ম নিয়োগ করে পুঙ্খানুপুঙ্খ হিসেবনিকেশ করতে হবে। এই সংস্থার বেশ কিছু বিষয়ে গরমিল নজর আসায় এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একবার আর্থিক জরিমানা হয়েছে পেটিএমের। গত বছরের অক্টোবরে আরবিআই-এর নিয়ম ভঙ্গের অভিযোগে এক কোটি টাকা জরিমানা করা হয় পেটিএমকে। সম্প্রতি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার জন্য একটি নতুন নিয়মাবলী জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর এই নতুন নিয়মাবলীতে ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত চার্জ, সারচার্জ ইত্যাদি বিষয়গুলির উল্লেখ রয়েছে। পাশাপাশি আরবিআই জানিয়েছে, ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সুনিশ্চিত করতে এবং কোম্পানিগুলির জন্য অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করতেও কিছু পদক্ষেপ করতে চলেছে তারা।
