Sunday, August 24, 2025

ইপিএফে সুদের হার কমে ৮.১ শতাংশ, মোদি সরকারের সিদ্ধান্তে মধ্যবিত্তের মাথায় হাত

Date:

৫ রাজ্যে ভোটপর্ব মিটতেই ফের স্বমহিমায় ফিরে এল কেন্দ্রের মোদি সরকার। সল্প সঞ্চয়ে সুদের হার দফায় দফায় কমানোর পর এবার ইপিএফের সুদের হার ৪৪ বছরে সর্বনিম্ন কমালো সরকার। ২০২০-২১ অর্থবর্ষে কমতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এর সুদের পরিমাণ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ৮.৫ শতাংশ থেকে কমে সুদের পরিমাণ হতে চলেছে ৮.১ শতাংশ। বলার অপেক্ষা রাখে না কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ফের মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ পড়তে চলেছে। শীঘ্রই এই বিষয়ে অর্থমন্ত্রকের কাছে প্রস্তাব দিতে চলেছে ইপিএফ কমিটি।

প্রসঙ্গত, মোদি সরকারের দেশজুড়ে ব্যাপক মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জেরে নাজেহাল দেশবাসী। সাম্প্রতিক ৫ রাজ্যে নির্বাচনের পর ৪ রাজ্যে বিজেপি জয়লাভ করার পর বিজয় ভাষণে নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন যুদ্ধের জেরে দেশে ফের মূল্যবৃদ্ধির সম্ভাবনার কথা। অনুমান করা হচ্ছে শীঘ্রই দেশের বাজারে পেট্রল-ডিজেলের দাম ব্যাপকভাবে বাড়বে। এরইমাঝে ইপিএফে সুদের হাত এতখানি কমে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে দেশের সাধারণ জনগণ।

আরও পড়ুন:Corona update: করোনা নিয়ে চিন্তা কমছে দেশে, দৈনিক মৃত্যু ১০০এর নিচে

এদিকে কেন্দ্রের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করা হয়েছে তৃণমূলের তরফে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ অত্যন্ত সমস্যায় পড়তে চলেছেন। আসলে ৪ রাজ্যে জয়ের উপহার দিল বিজেপি। ওরা জিতলে ওদের জয়ের উৎসবটাও সাধারণ মানুষের জন্য কতখানি বিপদজনক হয়ে উঠতে পারে এটা তারই প্রমাণ। জয়ের ভাষণ প্রধানমন্ত্রী বললেন যুদ্ধ চলছে বলে মূল্যবৃদ্ধি। তবে যুদ্ধের আগে থেকেই পেট্রোল-ডিজেলের দাম, গ্যাসের দাম, ওষুদের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবকিছুর দাম বাড়িয়েছে মোদি সরকার। এই বিজেপি দেশের পক্ষে বিপদজনক, একে পর্যুদস্ত করতে হবে এদের জনবিরোধী নীতিগুলি থামানোর জন্য।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version