Mithali Raj: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন মিতালি

মোট ২৪ টি ম‍্যাচে নেতৃত্ব দিতে নামলেন মিতালি। এক্ষেত্রে টপকে গেলেন মহম্মদ আজহারউদ্দিনকে।

আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC World Cup) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে খেলতে নেমে অন‍ন‍্য নজির গড়লেন ভারত ( India) অধিনায়ক মিতালি রাজ(Mithali Raj)। আইসিসি মহিলা বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন তিনি। এই ম‍্যাচ নিয়ে মোট ২৪ টি ম‍্যাচে নেতৃত্ব দিতে নামলেন মিতালি। এক্ষেত্রে টপকে গেলেন মহম্মদ আজহারউদ্দিনকে।

অধিনায়ক হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনিরা যা পারেনি, তাই করে দেখালেন মিতালি। ভারতের অধিনায়ক হিসেবে ২৪ তম ম্যাচ খেলছেন মিতালি । রেকর্ডের নিরিখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্ককে পেছনে ফেললেন তিনি । ক্লার্ক ২৩ টি ম‍্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন। তবে ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে একদিনের বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের দখলে। পন্টিং বিশ্বকাপের অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ২৯টি ম্যাচে ।

 

 

Previous articleKolkata Police : পথে আটক, মাধ্যমিক পরীক্ষার্থীকে নিজের গাড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক গার্ড সৌমিক
Next articleAccident-Himachal : হিমাচলে মধুচন্দ্রিমায় গিয়ে বধূর রহস্যমৃত্যু , আটক স্বামী