কেপমারির অভিযোগে ধৃত রূপা বিজেপি ঘনিষ্ঠ!

চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta)। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর সঙ্গে শুধু বিজেপি (BJP) নেতাদের সঙ্গে তোলা ছবি পোস্ট হচ্ছে একের পর এক। রূপা বিজেপি ঘনিষ্ঠ বলে খবর।

রূপা যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, সূরাজ আমু পাল সঙ্গে ছবি রয়েছে তাঁর। এছাড়াও রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে একটি ছবিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-একদিনের জেল হেফাজতে রূপা, গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা !

অন্যদিকে, পাঁচ রাজ্যের ফল ঘোষণার পর টুইটারে রূপা (Rupa Dutta) কংগ্রেসের (Congress) অন্তিম সৎকার হয়েছে বলেও মন্তব্য করেছিলেন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে শূন্য বসিয়ে বিদ্রুপ করেছিলেন তিনি।

এক বছর আগে শিরোনামে এসেছিলেন রূপা দত্ত। বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের নামে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি।

শনিবার বইমেলায় টহলরত পুলিশ কর্মীদের নজরে আসে, এক মহিলা বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। সন্দেহ হতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তদন্তে নেমেছে পুলিশ। আদৌ কোনও বড় ক্রিমিনাল চক্রের সঙ্গে রূপা সম্পর্কিত কিনা সেই নিয়েই খতিয়ে দেখছে পুলিশ।

Previous articleSachin-Sreesanth: শ্রীশান্তকে আবেগঘন বার্তা দিলেন শচীন
Next articleKIBF: অতিমারিকে হারিয়ে দিল বই