Nandigram: ‘বিশ্বাসঘাতক’ তকমার জবাব দেওয়া দূর, এলাকায় ঢুকতে পারলেন না শুভেন্দু

নন্দীগ্রাম দিবস পালন করতে গিয়ে বাধার মুখে পড়ে ঢুকতে পারলেন না বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

 

তৃণমূলের অভিযোগের উত্তর দেওয়া দূরস্ত, অকুস্থলে পৌঁছতেই পারলেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সোমবার সকালেই নন্দীগ্রাম (Nandigram) দিবস উপলক্ষ্যে সেখানে গিয়ে শহিদ স্মরণ করে তৃণমূল (TMC)। বেলা বাড়লে সেখানে গিয়ে ওই জায়গা গঙ্গাজল দিয়ে ধুয়ে তৃণমূলের দেওয়া মালা সরিয়ে অনুষ্ঠান করতে যায় বিজেপি (BJP)। বাধা দেন স্থানীয়রা। দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি বেধে যায়। এরপর, সেখানে যেতে চান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু বাধার মুখে পড়ে ঢুকতে পারেননি তিনি। এরপর তিনি যান ভাঙাবেড়ায়।

সেখানে গিয়ে তৃণমূলের দেওয়া ফুল-মালা সরিয়ে মালা দেন শুভেন্দু। এদিন নন্দীগ্রামে গিয়ে বিরোধী দলনেতাকে বিশ্বাসঘাতক বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবিষয়ে সাংবাদিকরা শুভেন্দুর কাছে জবাব চাইলে, কোনও উত্তরই দিতে পারেননি তিনি। প্রশ্ন এড়িয়ে বিজেপি বিধায়ক বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বিরক্ত করাই তাঁর লক্ষ্য।

নন্দীগ্রাম দিবসে গিয়ে কার্যত নাজেহাল শুভেন্দু। এলাকাতে ঢুকতে পারলেন না। দিতে পারলেন না তৃণমূল নেতৃত্বের তোলা অভিযোগ জবাবও।

 

 

Previous articleবাবা প্রার্থী: আসানসোলে প্রচারে আসছেন সোনাক্ষী, মলয় ঘটককে ফোন শত্রুঘ্নর 
Next articleশিক্ষকদের শিক্ষকতার বাইরে অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করেছে কেন্দ্র? সংসদে প্রশ্ন অভিষেকের