Friday, November 28, 2025

মানুষের গায়ের রং সবুজ! গল্প নয়, সত্যি ঘটনা

Date:

Share post:

মানুষ মেরুদণ্ডী প্রাণী। তাঁর দু’হাত, দুই পা, চোখ নাক মুখ চুল সবই খুব স্বাভাবিক, কিন্তু আলাদা হল ত্বক (skin)।মানুষের  ত্বকের (skin) রঙ (complexion) মানেই হয় সাদাটে, কারোর আবার তামাটে বা কালচে, কিন্তু গায়ের রং (complexion) সবুজ! কষ্মিন কালেও শুনেছেন এমন কথা? কিন্তু ‘ ইহাই ঘটিয়াছে বাস্তবে ‘।

এক নয় দুজন মানুষের গায়ের (skin) রং (complexion) সবুজ। তাঁরা সম্পর্কে ভাই বোন।ইংল্যান্ডের সাফোকের উলপিট গ্রামে হঠাৎ-ই একদিন দেখা মেলে তাঁদের।  গ্রামবাসীদের চক্ষু চড়কগাছ! এও কি সম্ভব? ভিন গ্রহের প্রাণী নয়তো? তাঁদের চোখ-নাক-মুখ- চেহারার গড়ন আর পাঁচটা সাধারণ স্বাভাবিক মানুষের মতো হলেও, ব্যতিক্রমী তাঁদের গায়ের রং। অস্বাভাবিক সবুজ রঙের দেহ তাদের। এরপর থেকেই দুই ভাই বোনকে নিয়ে কৌতুহলের শেষ নেই। তাঁরা যেন অন্য কোনও এক পৃথিবীর মানুষ। দুই ভাই বোনের কথা গ্রামের কেউ বুঝতেন না। যেন অস্বাভাবিক-অজানা কোনও সাংকেতিক ভাষায় তাঁদের কথোপকথন চলত। পরনের পোশাক-আশাক ভারি অদ্ভুত! ভাই-বোনের খাদ্য তালিকায় ছিল কাঁচা শিম।

গল্প নয় এক্কেবারে সত্যি ঘটনা। কিছুদিন পর অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। তাঁকে ধীরে ধীরে স্বাভাবিক ভাবে বড় করার চেষ্টা শুরু হয়। প্রথমেই ইংরেজি ভাষা শেখানো হয়, যাতে তাঁর সাথে কথা বলতে বা বুঝতে কোনও সমস্যা না হয়। এরপর ধাপে ধাপে গ্রামবাসীদের উদ্যোগে মেয়েটিকে সাধারণ খাবার খাওয়ানো হয়।বড় অদ্ভুত ব্যাপার, এরপর মেয়েটির গায়ের সবুজ রং পাল্টাতে শুরু করে।সে জানায় সেন্ট মার্টিন্স ল্যান্ড থেকে ভাইকে নিয়ে সে এসেছিল। তার কথায়, সেন্ট মার্টিন্স হল মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ।

ঘটনাটি দ্বাদশ শতকের। সেই সময় মেয়েটির কথা অনেকেই বিশ্বাস করেনি। বহু গবেষক এই সবুজ ভাই-বোনের অতীত নিয়ে খোঁজ খবর চালান, গবেষণা হয় কিন্তু হাজারও কৌতুহলের নিরাময় হয় নি। কেন তাঁদের গায়ের রং সবুজ তা যেন আজও এক রহস্য!

spot_img

Related articles

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...