“এবার শুধু রঙ No Wrong”, নবম বছরে পদার্পণ করল কলকাতা বসন্ত উৎসব

কলকাতা বসন্ত উৎসব নবম বছরে পদার্পণ করল,১৩ ই মার্চ রবিবার। সকাল থেকে ই ময়দান মাঠ দোলের উৎসবে আনন্দে মুখরিত, আয়জন করেছেন স্ট্রিট অ্যান্ড ফটোগ্রাফি এবং অল ইন্ডিয়া টেকনিশিয়ান এন্ড আর্টিস্ট এসোসিয়েশন কর্ণধার জয়ন্ত দাশগুপ্ত এবং রুমা দাশগুপ্ত । এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথিদের সমাগম ছিল দেখার মতন, শুধু তাই নয় বিভিন্ন কোম্পানি সহযোগী তার হাত বাড়িয়ে দিয়েছেন, তার পাশাপাশি ফটোগ্রাফার, মডেল এবং মেকআপ আর্টিস্ট দের জন্য নতুন শিক্ষা র প্রেরনা যুগিয়েছেন, যাতে প্রত্যেকে এই সুযোগ টা পায় । এই বসন্ত উৎসবে নতুন ট্যাগ লাইন ও দেন …. এবার শুধু রঙ No Wrong …

এই বসন্তের রঙের খেলার মধ্যে একটু বে রঙিন একটা চিত্র ফ্রেমবন্দি হল ,অ্যসিড আক্রান্ত মহিলারাও বসন্তের রঙে রঙিন হতে পারে, সেও যে এই আনন্দের অংশীদার হতে পারেন তা তিনি প্রমাণ করে দিলেন, যিনি এই অসামান্য রূপদান করে ওনাকে ফুটিয়ে তোলেন তিনি বিশিষ্ট রূপসজ্জা শিল্পী মুয়া পিয়ালি দাস , এই বসন্ত উৎসবের Social Massage একটাই , এই Platform সবার জন্য সে আধুনিক নারী হোক বা অন্ধকারে থাকা কোন অ্যসিড আক্রান্ত কোন মহিলা।

আরও পড়ুন- গঙ্গার ভাঙন প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা সেচ মন্ত্রীর

Previous articleঅনুপম দত্ত হত্যাকাণ্ডে ধৃত আরও ১, মোমবাতি মিছিলে হাঁটলেন স্ত্রী মীনাক্ষিও
Next articleবিজিপ্রেসের ২২৩ জন কর্মীর চাকরি যাবে না, অন্যত্র নিয়োগ করা হবে: পার্থ চট্টোপাধ্যায়