বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (university) লাগাতার ছাত্র আন্দোলনের (student protest) জেরে এবার পদত্যাগ (resign) করলেন রেজিস্ট্রার (register) আশিস আগরওয়াল। টানা দু’সপ্তাহের বেশি সময় ধরে চলছে এবার সেই ছাত্র বিক্ষোভ। গতকাল, সোমবার বিশ্ববিদ্যালয়ের (university) বাংলাদেশ ভবনে তাঁকে ঘেরাও করে পড়ুয়ারা। অবশেষে পদত্যাগের (resign) পথ বেছে নেন রেজিস্ট্রার (register) ।

আজ, মঙ্গলবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। আজ ষোলো দিনব্যাপী হোস্টেল খোলা ও অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। আন্দোলনের জেরে ক্যাম্পাসে এখনও অচলাবস্থা অব্যাহত।
বিহারে ক্রমশ তীব্র হচ্ছে বিজেপি– জেডিইউ দ্বন্দ্ব

Hoogli: হুগলির পুরসভাগুলিতে নেতৃত্বে নবীন-প্রবীণের সমন্বয়

উল্লেখ্য, গত ১৭ দিন ধরে পুড়ুয়াদের আন্দোলনে উত্তপ্ত বিশ্বভারতী। প্রথমে হোস্টেল খোলাকে কেন্দ্র করে আন্দোলনের শুরু। পরে আরও একাধিক ইস্যুতে সেই আন্দোলন বড় আকার নেয়।
