Jmb Terrorist : হাওড়ার বাঁকড়ায় জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত মাদ্রাসা শিক্ষক

জেএমবি  (Jmb terrorist) জঙ্গি সন্দেহে  হাওড়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। ওই ব্যক্তির নাম  আনিরুদ্দিন আনসারি। তিনি  স্থানীয় মাদ্রাসার শিক্ষক বলে জানা গিয়েছে। বাংলাদেশ থেকে আসা জেএমবি জঙ্গিদের আনিসুর আশ্রয় দিতেন বলে দাবি এসটিএফের (special task force)।  ২ বছর আগে পুরুলিয়ার পারা এলাকায় থাকতেন আনিসুর। সেখান থেকে হঠাৎই  একদিন হাওড়ায় চলে আসেন তিনি।  হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙায় একটি বাড়ি  ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। স্থানীয়দের দাবি এলাকায় ভাল লোক পরিচিত ছিলেন ধৃত অনিরুল। পাড়ার শিশুদের পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। পাড়ার লোকজনদের কাছে বেশ পছন্দের হয়ে উঠেছিলেন। কিন্তু এই পরিচয়ের আড়ালেই আনিরুল জঙ্গিকার্যকলাপ  চালিয়ে যেতেন বলে জানিয়েছে এসটিএফ। তদন্তকারীরা আরো জানিয়েছেন, শুধু জঙ্গিদের আশ্রয় দেওয়াই নয়, আনসারি নিজেও উত্তর-পূর্ব ভারতের একাধিক  সন্ত্রাসবাদী কার্যকলেপের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর কাছ থেকে এমনকিছু পরিচয়পত্র পাওয়া গিয়েছে যা দেখে সন্দেহ করা হচ্ছে আনসারি আদতে  বাংলাদেশের নাগরিক। সেগুলি ভুয়ো কি না খতিয়ে দেখা হচ্ছে।

Previous articleAssembly: রাজ্যের পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা, রাফ অ্যান্ড টাফ হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর
Next articlePNB Scam:দু’হাজার কোটি টাকা প্রতারণার শিকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক !