Wednesday, January 14, 2026

সম্পর্ক না রাখলে বাবার কাছ থেকে শিক্ষা, বিয়ের জন্য টাকা দাবি করতে পারবে না মেয়ে, বেনজির রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কোনও মেয়ে যদি তার বাবার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি না হয় তাহলে সে শিক্ষা এবং বিয়ের জন্য বাবার কাছ থেকে টাকা পাওয়ার অধিকারী নয়। একটি মামলায় এমনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ এমন নির্দেশই দিয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, ২০ বছর বয়স হয়ে গেলে যেকোনও মেয়ে স্বাধীন। সে তাঁর পছন্দ মত রাস্তা বেছে নিতে পারে। কিন্তু সেই স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে যদি বাবার সঙ্গে কোনও সম্পর্ক না রাখে তাহলে সম্পত্তিও মেয়ে দাবি করতে পারে না।

বছর কুড়ির তরুণী এতদিন মায়ের সঙ্গে থেকেছে তবে বাবার সঙ্গে দেখা করতে রাজি নন। এতদিন সে তার বাবার সঙ্গে টেলিফোনেই কথা বলত। তবে তিনি এক্ষেত্রে কি তাঁর বাবার কাছ থেকে শিক্ষা কিংবা বিয়ের জন্য টাকা দাবি করতে পারেন? বাবা-মায়ের বিচ্ছেদ মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়, ‘২০ বছর বয়সী তরুণীর আচরণ দেখে মনে হচ্ছে, তিনি তাঁর বাবার সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখতে চান না। তিনি নিজের পথ অবশ্যই বেছে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বাবার কাছ থেকে শিক্ষা কিংবা বিয়ের জন্য টাকা দাবি করতে পারেন না।’

আরও পড়ুন-রাজ্য ভাগের চক্রান্ত কখনই সফল হতে দেওয়া হবে না, বিধানসভায় বিজেপিকে ধুয়ে দিলেন চন্দ্রিমা

ওই তরুণীর বাবা প্রথমে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে (Punjab and Hariyana High Court) বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। কিন্তু আদালত ওই মামলা খারিজ করে দেয়। এরপর দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হন ওই ব্যক্তি। ভারতীয় দণ্ডবিধির ১৪২ নম্বর ধারা মেনে নির্দেশ দেয় আদালত।

ওই ব্যক্তির স্ত্রীকে প্রতি মাসে ৮,০০০ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরে এককালীন ১০ লক্ষ টাকা দিয়ে দিলে আর কোনও দাবি থাকবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ। কোর্টের নির্দেশ, ওই মহিলা চাইলে এই টাকা থেকে তাঁর মেয়েকে ভাগ দিতে পারেন।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...