Friday, November 14, 2025

সম্পর্ক না রাখলে বাবার কাছ থেকে শিক্ষা, বিয়ের জন্য টাকা দাবি করতে পারবে না মেয়ে, বেনজির রায় সুপ্রিম কোর্টের

Date:

কোনও মেয়ে যদি তার বাবার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি না হয় তাহলে সে শিক্ষা এবং বিয়ের জন্য বাবার কাছ থেকে টাকা পাওয়ার অধিকারী নয়। একটি মামলায় এমনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ এমন নির্দেশই দিয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, ২০ বছর বয়স হয়ে গেলে যেকোনও মেয়ে স্বাধীন। সে তাঁর পছন্দ মত রাস্তা বেছে নিতে পারে। কিন্তু সেই স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে যদি বাবার সঙ্গে কোনও সম্পর্ক না রাখে তাহলে সম্পত্তিও মেয়ে দাবি করতে পারে না।

বছর কুড়ির তরুণী এতদিন মায়ের সঙ্গে থেকেছে তবে বাবার সঙ্গে দেখা করতে রাজি নন। এতদিন সে তার বাবার সঙ্গে টেলিফোনেই কথা বলত। তবে তিনি এক্ষেত্রে কি তাঁর বাবার কাছ থেকে শিক্ষা কিংবা বিয়ের জন্য টাকা দাবি করতে পারেন? বাবা-মায়ের বিচ্ছেদ মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়, ‘২০ বছর বয়সী তরুণীর আচরণ দেখে মনে হচ্ছে, তিনি তাঁর বাবার সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখতে চান না। তিনি নিজের পথ অবশ্যই বেছে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বাবার কাছ থেকে শিক্ষা কিংবা বিয়ের জন্য টাকা দাবি করতে পারেন না।’

আরও পড়ুন-রাজ্য ভাগের চক্রান্ত কখনই সফল হতে দেওয়া হবে না, বিধানসভায় বিজেপিকে ধুয়ে দিলেন চন্দ্রিমা

ওই তরুণীর বাবা প্রথমে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে (Punjab and Hariyana High Court) বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। কিন্তু আদালত ওই মামলা খারিজ করে দেয়। এরপর দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হন ওই ব্যক্তি। ভারতীয় দণ্ডবিধির ১৪২ নম্বর ধারা মেনে নির্দেশ দেয় আদালত।

ওই ব্যক্তির স্ত্রীকে প্রতি মাসে ৮,০০০ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরে এককালীন ১০ লক্ষ টাকা দিয়ে দিলে আর কোনও দাবি থাকবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ। কোর্টের নির্দেশ, ওই মহিলা চাইলে এই টাকা থেকে তাঁর মেয়েকে ভাগ দিতে পারেন।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version