Sunday, November 9, 2025

ভোট পিছোচ্ছে না, ২ কেন্দ্রে উপনির্বাচন নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি কমিশনের

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই রাজ্যের দুই কেন্দ্রে উপ নির্বাচনের(bypoll election) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন(Election commission)। তবে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল তৃণমূল(TMC)। শাসকদলের সেই আবেদন মানতে পারল না নির্বাচন কমিশন। আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন ঘিরে বৃহস্পতিবার জারি করা হলো নয়া বিজ্ঞপ্তি। যেখানে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।

উল্লেখ্য, এর আগে ১২ মার্চ দুই কেন্দ্রের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছিল ১২ এপ্রিল এই দুই কেন্দ্রে হবে উপনির্বাচন ফল প্রকাশ হবে ১৬ এপ্রিল। কিন্তু এই নিয়ে কোনও গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সম্ভবত উপনির্বাচনের দিন আরও পিছতে পেরে ভেবেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। বিজ্ঞপ্তি প্রকাশ করার অর্থ বৃহস্পতিবার থেকেই জোরকদমে ভোটের কাজ শুরু করতে পারবেন বিভিন্ন দলের কর্মীরা। মনোনয়নও জমা দেওয়া যাবে বৃহস্পতিবার থেকে।

আরও পড়ুন:ভোটাভুটিতে ত্রিশঙ্কু এগরা পুরসভাও তৃণমূলের দখলে

প্রসঙ্গত, কমিশনের তরফে উপ নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আনার পর তা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় তৃণমূল। কারণ হিসেবে জানানো হয় নির্বাচনের দিন রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে। এ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরেও যায় তৃণমূলের প্রতিনিধি দল। যদিও সেখানে সমস্যা তৈরি হয় আসানসোল কেন্দ্রকে ঘিরে। ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে কোনো ফাঁকা আসনে নির্বাচন হওয়া আবশ্যক। সেইমতো এখনই এই কেন্দ্রে নির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে তৃণমূলের নির্বাচন পেছানোর আবেদন মঞ্জুর করেনি নির্বাচন কমিশন।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...