বসন্তের রঙ লাগলো আইনসভার অন্দরেও, অধ্যক্ষের অনুরোধে গান গাইলেন অদিতি

আগামীকাল দোল উৎসব (Dol Utsav)। তার আগে বসন্তের রঙ লাগলো আইনসভার অন্দরেও। দোল ও হোলি উৎসবের ছুটির আগে বিধানসভায় স্পিকারের অনুরোধে গান গাইলেন রাজারহাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (MLA Aditi Munshi)।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের নয়া সূচি ঘোষণা, কেন ৫ রাজ্যের সঙ্গে উপনির্বাচন নয়? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুরোধেও তিনি বহু জায়গায় গান গেয়েছেন। আর এবার বিধানসভায় বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) এবং আরো অনেক সদস্যদের অনুরোধে অদিতি গাইলেন ‘ওরে গৃহবাসী’। অদিতির (MLA Aditi Munshi) সঙ্গে গলা মেলালেন তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক।