Sunday, January 11, 2026

Assembly: বিধানসভার ইতিহাসে এই ঘটনা ঘটেনি: বিধানসভায় বিরোধীদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার

Date:

Share post:

অর্থ দফতরের সাপ্লিমেন্টারি বাজেটের জবাবি ভাষণ না শুনে চলে গেলেন বিজেপি বিধায়করা।

মুখ্যমন্ত্রী বক্তৃতার মধ্যে বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ। যাওয়ার সময় বিধায়ককে হুমকি শুভেন্দু অধিকারীর। অর্থ দফতরের সাপ্লিমেন্টারি বাজেটের জবাবি ভাষণ না শুনে অধিবেশন ত্যাগ। পরপর কদিন বিজেপি বিধায়কদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biban Banerjee)। এদিন প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেন, বিধানসভার ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এইটা একটা দুর্ভাগ্যজনক। বিধায়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। প্রিভিলেজ কমিটিকে ২৮ তারিখের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার (Speaker)।

এরপর, বৃহস্পতিবার, অর্থ দফতরের সাপ্লিমেন্টারি বাজেটের জবাবি ভাষণ না শুনে চলে যান বিজেপি বিধায়করা। এতেই অত্যন্ত ক্ষুব্ধ হন স্পিকার। তিনি বলেন, ”এটা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। আশা করি আগামী দিনে এই ধরণের আচরণ থেকে বিরত থাকবেন। অশালীন আচরণ বিরোধী দলের।”

এদিন সাপ্লিমেন্টারি বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhatterjee) বলার সময় অনুপস্থিত ছিলেন বিজেপি বিধায়করা। এরপরেই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভায় প্রশ্ন করে উত্তর না শোনাটা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। অর্থমন্ত্রীর জবাবি ভাষনের সময় বিরোধী বিধায়কদের প্রশ্ন করে চলে যাওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি।

এদিন, সকালেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ গ্রহণ করেন বিমান বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণ কল্যাণী ছাড়াও বিরোধী দলনেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিশ দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায় ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি ।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...