ইয়াস (Yaas)এর পর ফের দুর্যোগ, এবার ‘অশনি’ (Ashani)সংকেত হাওয়া অফিসের। আসছে বছরের প্রথমে ঘূর্ণিঝড়(cyclone),মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে জারি সতর্কতায় বলা হয়েছে যাতে আগামী তিনদিন মৎস্যজীবীরা সমুদ্রে না যায়। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

চৈত্রের শুরুতেই নাভিশ্বাস! অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। আজ শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে।
পাশাপাশি বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপটি আজ অর্থাৎ ১৯ তারিখ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে ।রবিবার এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নিম্নচাপের প্রভাবে আগামি তিনদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার ।

যদিও বাংলায় এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব নেই। অশনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে বাংলাদেশ এবং উত্তর মায়ানমারের দিকে চলে যাবে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
