Child: সিঙ্গল মাদারের আবেদনে যুগান্তকারী রায় আদালতের

পালিকা মায়ের জাতি ভুক্ত হবে দত্তক নেওয়া সন্তান। রায় বোম্বে হাইকোর্টের

পালিত সন্তানও অভিভাবকের জাতিভুক্ত হতে পারবেন। পাবেন জাতিগত শংসাপত্র। সিঙ্গল মাদারের আবেদনে প্রেক্ষিতে জানাল বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। জাস্টিস সুনীল শুকরে ও জাস্টিস জি এ সনাপের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দত্তক নেওয়ার পরে সন্তান ওই পরিবারের সদস্য। সেক্ষেত্রে তাকে ওই পরিবারের জাতিভুক্ত হিসাবেই গণ্য করা হবে।

আবেদনকারী মহিলা আদালতে জানান, সরকারি দফতর দত্তক পুত্রকে তাঁর জাতিভুক্ত বলে ঘোষণা করে শংসাপত্র দিতে চাইছে না। এদিকে ওই মহিলা তফশিল জাতিভুক্ত। অবিবাহিতা হয়েও তিনি ২০০৯ সালে আইন মেনে সন্তান দত্তক নেন। পালিত পুত্রের জাতিগত শংসাপত্রের (Cast Certificate) জন্য আবেদন করেন। কিন্তু ২০১৬-তে ডেপুটি কালেক্টর তাঁর আবেদন খারিজ করে দেন। উলটে তিনি সন্তানের বাবার জাতি শংসাপত্র দেখতে চান।

এরপর আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর আইনজীবী জানিয়েছেন, ওই নাবালক সন্তান মায়ের সব সুবিধা, ছাড় পাওয়ার যোগ্য। আদালত সেই আবেদন মেনে জানিয়েছে, অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া ওই সন্তান পালিকা মায়ের জাতিভুক্ত হিসাবে গণ্য হবে।

আরও পড়ুন- সমস্ত সরকারি স্কুলের ইউনিফর্ম এবার নেভি ব্লু-সাদা, জামায় বিশ্ব বাংলা লোগো বাধ্যতামূলক

Previous articleসমস্ত সরকারি স্কুলের ইউনিফর্ম এবার নেভি ব্লু-সাদা, জামায় বিশ্ব বাংলা লোগো বাধ্যতামূলক
Next articleRoyal Bengal Tiger : দোলের দিন রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন পর্যটকদের