Monday, May 5, 2025

KKR: সিএসকের বিরুদ্ধে নামার আগে বিশেষ বার্তা কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়রের

Date:

২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২( IPL 2022)। প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK)। তারই প্রস্তুতি ব‍্যস্ত দুই শিবির। গত মরশুমে অল্পের জন্য শিরোপা জেতা থেকে বঞ্চিত হয়েছিল কেকেআর। ফাইনালে সিএসকের কাছে হারতে হয়েছিল নাইটদের। কিন্তু এবার নবসজ্জিত কলকাতা নাইট রাইডার্স মরিয়া নিজেদের তৃতীয় আইপিএল খেতাব জয়ের জন্য। আইপিএলের ম‍্যাচের নামার আগে সেই কথা শোনা গেল নাইটদের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়রের গলায়।

এদিন এক সাক্ষাৎকারে শ্রেয়াস বলেন, “কেকেআর সর্বদাই আগ্রাসী। এবং দল হিসেবে ভয়ডরহীন। প্রথম বল থেকেই, ওরা আপনার উপর আক্রমণ করে আপনাকে পিছনের পায়ে ঠেলে দেবে। আর অবশ্যই, আপনাকে সেরকম মানসিকতা রাখতে হবে। আমিও এই একই মানসিকতা নিয়ে চলি যখনই আমি ব্যাট করতে নামি, এবং আমি যখন অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিই। আমি আমার ক্রিকেটারদের থেকেও এই মানসিকতা চাই। যদি এমনটা কোচের তরফ থেকে আসে, তাহলে তা আরও ভালো কারণ এই এনার্জিটা কোচ ও অধিনায়কের তরফ থেকেই প্রদান করা হয়।”

এরপাশাপাশি শ্রেয়স আরও বলেন,”আমি খুবই খুশি এত বছর ধরে কেকেআর যে মানসিকতা ও পরিকল্পনাকে প্রতিপালন করেছে। বিশেষত, আমারও একই ধরণের মানসিকতা রয়েছে, বাইরে যাও আর নিজেদের সর্বস্ব দাও এবং মাঠ ছেড়ে যাওয়ার সময়ে কোনও আক্ষেপ রাখা যাবে না। যাই করো না কেন, সেটি দলের জন্য করতে হবে এবং নিজেকে দ্বিতীয় স্থানে রাখতে হবে। আমার মনে হয় এই মানসিকতাই আমি অধিনায়ক হিসেবে নজর দিতে চাই।”

২৬ মার্চ থেকে শুরু আইপিএল। কত নম্বরে ব‍্যাট করতে নামবে কেকেআর অধিনায়ক? এর জবাবে শ্রেয়স বলেন, “কোনও এক দিন আমাকে পাওয়ার হিটারের ভূমিকা নিতে হতে পারে, কোনও দিন হয়তো আমাকে ইনিংস গড়তে হতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পাল্টাবো। কোনও এক জন রোজ ইনিংস গড়বে সেটা হতে পারে না। তোমার দিন হলে দলকে ম্যাচ জিতিয়ে ফিরতে হবে তোমাকে। আমি নিজে তিন নম্বরে ব্যাট করতে ভালবাসি। আমার মনে হয় ওটাই আমার জায়গা। তিন নম্বরে আমি অনেক দিন ধরে ব্যাট করছি। তবে দল যেখানে চাইবে, আমি সেখানেই ব্যাট করতে রাজি।”

আরও পড়ুন:Lakshya Sen: অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ই লক্ষ‍্য ভারতীয় শাটলার লক্ষ‍্য সেনের

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version