কৃষ্ণসার হরিণহত্যা মামলা: ফের আইনি জটিলতায় সলমন

ফের খবরের শিরোনামে সলমন খান (Salman Khan)। ‘হিট অ্যান্ড রান’ মামলায় নিষ্কৃতি পেলেও বহুল চর্চিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে আরও একবার আইনি জটিলতার মধ্যে পড়লেন সলমন। এবার রাজস্থান আদালতে (Rajasthan High Court) খুলছে সলমনের ফাইল।

আরও পড়ুন-দিল্লির তিনটি কর্পোরেশনকে একত্রিত করার বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন রাজস্থানের (Rajasthan High Court) যোধপুর কৃষ্ণসার হত্যাকাণ্ডে সলমনের (Salman Khan) নাম জড়ায়। তারপরই ভারতীয় সংবিধানের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসারে শুরু হয় মামলা। এই মামলায় অবশ্য অন্যান্য বলিউড অভিনেতাদের মধ্যে সাইফ আলি খান, সোনালি বিন্দ্রে, নিলাম ও টাব্বুর নামও জড়ায়। টানা ২০ বছর ধরে ২ কৃষ্ণসার হরিণ শিকারের মামলা উচ্চ আদালতে চলছিল। একাধিকবার সলমনের ডাক পড়ে শুনানিতে। টানা কুড়ি বছরের বেশি সময় ধরে চলা এই মামলা এবার স্থানান্তরিত করা হয়েছে রাজস্থানের উচ্চ আদালতে। রাজস্থান হাইকোর্ট মামলা বদলি নিয়ে সলমনের আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় সলমন খানকে দোষী সাব্যস্ত করে ২০১৮ সালে পাঁচ বছরের সাজা দেন রাজস্থানের যোধপুর আদালত। সাজার রায়ের পর যোধপুর কেন্দ্রীয় কারাগারে দু’রাত কাটাতে হয় সলমনকে। পরে তিনি জামিনে মুক্তি পান।




Previous articleক্ষত সারিয়ে বড় উত্থান শেয়ার বাজারের, ৬৯৬ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের
Next articleঅনির্দিষ্টকালের জন্য স্কুল সার্টিফিকেট, প্রি-ডিগ্রি পরীক্ষা স্থগিত রাখল বিশ্বভারতী