ক্ষত সারিয়ে বড় উত্থান শেয়ার বাজারের, ৬৯৬ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৭,৯৮৯.৩০ (⬆️ ১.২২%)

🔹নিফটি ১৭,৩১৫.৫০ (⬆️ ১.১৬%)

যুদ্ধের ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। বিগত কয়েকদিনে লাগাতার ধাক্কা খাওয়ার পর রক্তক্ষরণ সারিয়ে মঙ্গলবার অনেকটাই ঘুরে দাঁড়ালো দেশের শেয়ারবাজার। এদিন ৬৯৬ পয়েন্ট বাড়ল বাজার। পাশাপাশি নিফটি বেড়েছে ১৯৭ পয়েন্ট।

অতীতের ধাক্কা সামলে মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৬৯৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬৯৬.৮১ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৯৮৯.৩০। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৯৭.৯০ পয়েন্ট বা ১.১৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩১৫.৫০।

Previous articleAYUSHMI FILM AND TELEVISION INSTITUTE-এ এক ‘রঙিন’ বসন্ত উৎসব
Next articleকৃষ্ণসার হরিণহত্যা মামলা: ফের আইনি জটিলতায় সলমন