কন্যাশ্রী কাপে চ‍্যাম্পিয়ন এসএসবি

এসএসবির হয়ে জয়সূচক গোলটি করেন রঞ্জিতা দেবী।

সোমবার হয়ে গেল কন‍্যাশ্রী কাপের ফাইনাল। ফাইনালে চ‍্যাম্পিয়ন এসএসবি উইমেন এফসি।  আইএফএ পরিচালিত মহিলা ফুটবল লিগ ‘কন্যাশ্রী কাপ’-এ চ্যাম্পিয়ন সশস্ত্র সীমা বল বা এসএসবি। ফাইনালে তারা ১-০ গোলে হারাল সাদার্ন সমিতিকে। জয়সূচক গোলটি করেন রঞ্জিতা দেবী।

মঙ্গলবার যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে জমকালো ফাইনালে ছিল চাঁদের হাট। বর্ণাঢ্য আয়োজন রীতিমতো চোখ টানল। যেহেতু মহিলা লিগ তাই ফাইনালে মহিলা রেফারিরাই ম্যাচ খেলালেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মহিলা মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সাবিনা ইয়াসমিনরা ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন:Sourav Ganguly: ইডেনে কোন ছবি দেখে থেমে দাঁড়ালেন সৌরভ, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা