ফের বড় ধাক্কা খেলো শেয়ারবাজার, ৩০৪ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৭,৬৮৪.৮২ (⬇️ -০.৫৩%)

🔹নিফটি ১৭,২৪৫.৬৫ (⬇️ -০.৪০%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্রমশ নিচের দিকে নামছে দেশের শেয়ারবাজার। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সেই ধারা অব্যাহত রেখে বুধবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ৩০৪ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক পাশাপাশি নিফটি নেমেছে ৬৯ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩০৪.৪৮ পয়েন্ট বা -০.৫৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৬৮৪.৮২। এনএসই নিফটি (NSE Nifty) -৬৯.৮৫ পয়েন্ট বা -০.৪০ শতাংশ নেমে হয়েছে ১৭,২৪৫.৬৫।

Previous articleদূর্ঘটনার কবলে তারকেশ্বরের তৃণমূল কাউন্সিলর, ভর্তি হাসপাতালে
Next articleরামপুরহাট ঘটনার নেপথ্যে শুভেন্দু অধিকারী? বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার