Wednesday, December 24, 2025

‘বাংলার প্রগতি চায় না বিজেপি’, বিধানসভায় বিস্ফোরক পঞ্চায়েতমন্ত্রী

Date:

Share post:

বাংলার প্রগতি চায় না বিজেপি। এরকমই অভিযোগ তুললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী পুলক রায়। বুধবার বিধানসভায় পঞ্চায়েত দফতরের বাজেট নিয়ে তিনি বলেন, এ রাজ্যের বিরোধী নেতা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেন, বাংলার উন্নয়নে কোনও টাকা দেবেন না। এর থেকেই বোাঝা যায়, বিজেপি আসলে বাংলার উন্নয়নকে পিছিয়ে দিতে চাইছে।

পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী বলেন, বাম জমানায় গ্রামপঞ্চায়েতগুলো ছিল দলীয় কার্যালয়। এখন সেসব নেই। পঞ্চায়েতে সুফল পাচ্ছে বাংলার মানুষ। যদিও কেন্দ্রীয় সরকারের থেকে কার্যত কোনও আর্থিক সহায়তা পাচ্ছে না বাংলা। ২০১১ সালের পর প্রকৃত গান্ধীর গ্রাম স্বরাজ প্রতিষ্ঠিত হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বে। যারা কাজ করবে ১৫ দিনের মধ্যে টাকা দিতে হবে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা দেয়নি। ৫৯১৩০ জন সদস্য-সদস্যা আছে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থায়। ৩০০০ টাকা করে পান এঁরা। আগে ৩০০ টাকা ছিল। ২০২১-এর ডিসেম্বর মাস থেকে কেন্দ্র টাকা বন্ধ রেখেছে। প্রশিক্ষণ শিবির চলছে। সার্বিক উন্নয়নের জন্য। ৩৬২৫৯ কিমি রাস্তা তৈরি হয়েছে ২০২১-’২২ অর্থবর্ষে। ব্রিজ হচ্ছে। ১৬টার কাজ শেষ। মোট ৫৬টা হবে। ১০৪টি রাস্তার কাজ শুরু হবে। আনন্দধারা প্রকল্পে মহিলা স্বনিযুক্তি কাজ চলছে৷ ৬৮৯৮৩০টি গ্রুপ করা হয়েছে। তাদের তৈরি জিনিস বাজারজাত করার জন্য আমরা কাজ করছি। সৃষ্টিশ্রী আউটলেট করা হচ্ছে। ওদের জিনিস বিক্রি হচ্ছে। সমব্যথী প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে এ পর্যন্ত অর্থ সাহায্য পেয়েছেন ২১,০১১৩ জন পেয়েছেন। মৃত্যুর খবর পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ২,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া মিশন নির্মল বাংলায় কাজ হয়েছে। ৬৯,২,৫২৯টি পরিবারে শৌচাগার তৈরি হবে এবং হচ্ছে। ১১২টি গ্রামে কঠিন তরল বর্জ প্রসেসিং হচ্ছে।

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে মন্ত্রী এদিন বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার উন্নয়ন বিরোধী। ৬৪৫ কোটি টাকার নির্মল মিশন বাংলায় অনুমোদন দিলেও একটা টাকাও এ পর্যন্ত দেয়নি। আবাস যোজনায় ৫৬,৮৬,৪৩০টি পরিবারে রেজিস্ট্রেশন হয়েছে। এরমধ্যে ৩৮,৯৯,৫,৯৫১টি পরিবার সাহায্য পেয়েছে। এ-ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার কোনও টাকা দেয়নি। অন্যান্য রাজ্যকে টাকা দিলেও বাংলাকে কোনও টাকা দেয়নি।

আরও পড়ুন- রামপুরহাট ঘটনার নেপথ্যে শুভেন্দু অধিকারী? বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...