Sunday, January 11, 2026

করোনেশন ব্রিজে বিস্ফোরণ : ক্লোজ ওসি, গ্রেফতার শুটিং ইউনিটের সদস্য

Date:

Share post:

তিস্তা নদীর উপরে শিলিগুড়ির ঐতিহ্যশালী করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনায় সেবক ফাঁড়ির ওসি ডালিম অধিকারীকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি  প্রোডাকশন টিমের এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।  কার্শিয়াংয়ের এসডিপিও মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই  ওই প্রোডাকশন টিমের একজনকে আটক করা হয়েছে। কিন্তু, তাকে জেরা করে কোনও  সদুত্তর না পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। । এদিকে সেবক ফাঁড়ির ওসি ডালিম অধিকারীর  জায়গায় এসেছেন নতুন ওসি তপন দাস।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ওই সেতুতে  বিস্ফোরণ ঘটিয়ে চিত্রগ্রহণ করা হয়েছিল।  বিস্ফোরণের শব্দে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।  খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, কলকাতার একটি শুটিং টিম ওই কাণ্ড ঘটিয়েছে। তাও বিনা অনুমতিতে।  তারপরেই ওই প্রোডাকশন টিমের একজনকে  আটক করে পুলিশ।  শ্যুটিং টিমের পক্ষে শেফালি বন্দ্যোপাধ্যায় পুলিশকে জানিয়েছেন, তাঁরা অনুমতি নেওয়ার জন্য সেবক থানায় আবেদন করতে গিয়েছিলেন। তবে তাড়াহুড়ো থাকায় অনুমতির আগেই তাঁরা নকল বিস্ফোরণ ঘটিয়ে চিত্রগ্রহণ করে ফেলেছেন বলে  দাবি করেছেন পুলিশের কাছে। পুলিশ ইতিমধ্যেই  ওই শুটিং টিমের নামে মামলা রুজু করেছে।

ব্রিটিশ আমলে সেবক করোনেশন সেতু তৈরি হয়েছিল। সেতুটি এখন অনেকটাই দুর্বল। তাই ১০ টনের বেশি ওজনের ট্রাক সেতু দিয়ে চলাচল নিষিদ্ধ। সেখানে এমন বিস্ফোরণ ঘটিয়ে সিনেমার ছবি তোলার ঘটনায়  বিস্মিত সকলেই।  এলাকার বাসিন্দারা। রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি ডি পি সিং জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী বলেছেন, এরকম ঘটনা মোটেই আকাঙ্খিত নয়।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...