kolkata-Water Supply : ধাপার পাম্পিং স্টেশনে মেরামতি, শনিবার সকাল থেকে জল বন্ধ কলকাতায়

শনিবার সকাল থেকে পূর্ব ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল বন্ধ থাকবে (kolkata water supply) । কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে ধাপার জয় হিন্দ জল প্রকল্পে শনিবার সকাল থেকেই মেরামতির কাজ চলবে । সেইসঙ্গে এয়ার ভাল্ভের ত্রুটি মেরামতির কাজও চলবে। আর সেই কারণেই জল সরবরাহ বন্ধ থাকবে। ইস্টার্ন বাইপাস, বেলেঘাটা, যাদবপুর সহ বিস্তীর্ণ এলাকায় শনিবার সকাল থেকেই জল সরবরাহ হবে না।

কলকাতা পুরো নিগাম জানিয়েছে ধাপ্পা পাম্পিং স্টেশন থেকে যে সমস্ত বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ করা হয় সেগুলিতেও শনিবার জল যাবে না। সেগুলি হল : জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সিএন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জিএস বুস্টার পাম্পিং স্টেশন।

জানা গিয়েছে মেরামতির কাজ সম্পূর্ণ শেষ হতে শনিবার বিকেল হয়ে যাবে । ফলে জল সরবরাহ স্বাভাবিক হতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে।

 

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleHigher Secondary: অন্য স্কুলে নয়, উচ্চমাধ্যমিক হবে হোম সেন্টারেই, জানাল সংসদ