ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম, নাভিশ্বাস সাধারণ মানুষের

ফাইল ছবি

চলতি সপ্তাহে চারবার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম (Petrol, Diesel Prices)। শুক্রবার মধ্য রাতেই প্রতি লিটারে ৮৪ পয়সা বাড়ে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা করে বাড়ে। ফের শনিবার থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে ১০৭ টাকা ৯৫ পয়সা এবং লিটার প্রতি ডিজেল ৯২ টাকা ৯৬ পয়সা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে দার্জিলিং , কালিম্পং -এর ৯টি কলেজের বকেয়া মিটিয়ে দিচ্ছে অর্থ দফতর

১৩৭ দিন পর চলতি সপ্তাহের প্রথম দিন মধ্যরাত থেকে নতুন করে মূল্যবৃদ্ধি (Petrol, Diesel Prices) হয় জ্বালানির। যা নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। গত বছর ২ নভেম্বর শেষবার বেড়েছিল জ্বালানি মূল্য। বেড়েছে রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম নতুন দাম ৯৭৬ টাকা।




Previous articleCorona Update:সংক্রমণ নিয়ন্ত্রণে,কিন্তু এক লাফে বাড়ল মৃত্যু হার
Next articleMessi: ‘কাতার বিশ্বকাপের পর কি করব আমি নিজেও জানি না’, ভেনেজুয়েলাকে হারিয়ে বললেন মেসি