আগামী সপ্তাহে ভারত বনধ, রাজ্য সচল রাখতে কড়া নির্দেশিকা নবান্নর

মোদি সরকারের(Modi govt) বিরোধিতায় ১২ দফা দাবিতে আগামী সোম ও মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশন সমূহ। তবে কর্মনাশা এই বন্ধ মোকাবিলায় ও সরকারি কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তৎপর হয়ে উঠল রাজ্য সরকার। ইতিমধ্যেই নবান্নের(Nabanna) তরফে সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জারি করা হলো নির্দেশিকা।

সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই দুদিন রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা থাকবে। ছুটি নিতে পারবেন না কোন কর্মচারী। ছুটির আবেদন করলেও তা মঞ্জুর করা হবে না। এই দুদিন কোন সরকারি কর্মী অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে তাঁর। যদিও বেশ কয়েকটি ক্ষেত্রে ছুটির আবেদন মঞ্জুর করবে সরকার। সেগুলি হল, যদি কোনো সরকারি কর্মী হাসপাতালে ভর্তি থাকেন বা পরিবারের কারও যদি বড় কোন দুর্ঘটনা ঘটে সে ক্ষেত্রে ছুটি মঞ্জুর হবে। ২৫ মার্চের আগে থেকে যদি কোনো সরকারি কর্মী অসুস্থ থেকে থাকেন বা ২৫ মার্চের আগে যদি কারো ছুটি মঞ্জুর হয়ে থাকে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পাশাপাশি যারা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তাদের ছুটি বহাল রাখবে সরকার।

Previous article‘দ্য কাশ্মীর ফাইলস’ থেকে আয় করা ২০০ কোটি পণ্ডিতদের পুনর্বাসনে খরচের দাবি কেজরির
Next article‘বকেয়া না মেটালে কয়লাখনির চারদিকে ব্যারিকেড লাগিয়ে দেব’, কেন্দ্রকে হুঁশিয়ারি হেমন্তর