সুইস ওপেনে ( Swiss Open) দাপট অব্যাহত ভারতের (India)। সুইস ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং এইচ এস প্রণয় (HS Pronay)। মেয়েদের সিঙ্গলসে সেমিফাইনালে সিন্ধু হারিয়েছেন থাইল্যান্ডের সুপানিদা কাটেথং-কে। ম্যাচের ফলাফল ২১-১৮, ১৫-২১, ২১-১৯। ম্যাচে প্রথম থেকেই দাপট দেখান অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় শাটলার। ভারতীয় তারকা ম্যাচ শেষ করে দেন মাত্র ৭৯ মিনিটে। ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ বুসানন।

ওপরদিকে ছেলেদের সিঙ্গলসে সেমিফাইনালে প্রণয় হারালেন বিশ্বের পাঁচ নম্বর অ্যান্থনি সিনিসুকা গিনটিংকে। ম্যাচের ফলাফল ২১-১৯, ১৯-২১, ২১-১৮। এই জয়ের ফলে পাঁচ বছর পরে আবার আন্তর্জাতিক পর্যায়ের ফাইনালে উঠলেন প্রণয়।
আরও পড়ুন:MS Dhoni: আইপিএল শুরু হতেই রেকর্ড গড়লেন ধোনি, টপকে গেলেন সচিন-দ্রাবিড়কে
