Tuesday, November 4, 2025

ওদের শীতঘুম ভাঙছে না: বিরোধী জোটে কংগ্রেস প্রসঙ্গে তোপ কুণালের

Date:

Share post:

“দেশজুড়ে কংগ্রেসের একের পর এক ব্যর্থতাই বিজেপিকে(BJP) রাজনীতির ময়দানে সুবিধা করে দিচ্ছে।” শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেসকে এই ভাষাতেই কার্যত তুলোধনা করলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি জানালেন, কংগ্রেস তাদের শীতঘুম থেকে এখন বের হতে পারেনি।

এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে ঝাঁঝালো সুরে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, “কংগ্রেসের এই ব্যর্থতার সুযোগ বিজেপি নিয়েছে ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে। আর শুধু লোকসভা নির্বাচন নয়, বিভিন্ন রাজ্যের নির্বাচনেও বিজেপি কংগ্রেসের এই ব্যর্থতার সুযোগ নিয়েছে। কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর কোনও সদিচ্ছা নেই। বিজেপি বিরোধী আন্দোলনে কংগ্রেস বাধা হয়ে দাঁড়াচ্ছে। যে সব রাজ্যে বিজেপি বিরোধিতা চলছে কংগ্রেস তার ঔদ্ধত্য দেখিয়ে পরোক্ষভাবে বিজেপির সুবিধা করে দিচ্ছে।” এবিষয়ে রাজ্যের উদাহরণ টেনে তিনি আরও বলেন, বাংলায় বিজেপি যখন ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে ওঠে ঠিক সেই সময় কংগ্রেস- সিপিএমের সঙ্গে জোট বেধে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে তৈরি হয়েছিল। যার ফলে তারা শূন্যে নেমে এসেছে।

আরও পড়ুন:Entertainment:প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনেই কি দাম্পত্যে প্রবেশের ঘোষণা তারকা জুটির?

পাশাপাশি কুণাল ঘোষ আরও জানান, “আমরা কোনওদিন বলিনি কংগ্রেসকে বাদ দিয়ে কোনও জোট হোক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে তাঁর বক্তব্য জানাতে গিয়ে বলেছেন, বিকল্প জোটের একটা চেহারা থাকুক। তার একটা স্টিয়ারিং কমিটি, নিয়মনীতি এবং যৌথ কর্মসূচি রাখা উচিত। কংগ্রেস তার শীতঘুম থেকেই বেরচ্ছে না। কংগ্রেসের গয়ংগচ্ছ ভাব দেখে তৃণমূল নেত্রী বলেছিলেন অন্যান্য যে বিজেপি বিরোধী দলগুলি আছে সেগুলিকে একজোট হয়ে একমঞ্চে আসতে হবে। দেখা যাচ্ছে তাঁর এই চিন্তা অন্য বিজেপি বিরোধী দলগুলির মধ্যেও প্রতিফলিত হচ্ছে। এখন কংগ্রেসের লাগাতার ব্যর্থতার জেরে বাকিতা যদি তৃণমূলকে বিকল্প শক্তিভাবে তবে তাদের এই ভাবনা সাধুবাদযোগ্য।”

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...