প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা (Pradhan Mantri Garib Kalyan Yojana ) কেন সারা বছরের জন্য বৃদ্ধি না করে শুধুমাত্র সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হল। রাজ্যসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার(Jawhar Sircar)। তিনি বলেন, আবশ্যিক মজুত যেখানে থাকার কথা ২১৪ লক্ষ মেট্রিক টন খাদ্যশষ্য, অথচ এই মুহুর্তে সেখানে প্রায় তার দ্বিগুণ অর্থাৎ ৫১৬ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। তাহলে এই বিপুল পরিমাণ খাদ্যশষ্য মজুত থাকা সত্ত্বেও, কেন পুরো বছর গরীব কল্যাণ যোজনার মাধ্যমে দেশের গরিবদের খাদ্যশস্য দেওয়া হচ্ছে না সে প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন- সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রধান বিচারপতি
