মোহনবাগানের অত্যাধুনিক তাঁবু উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ

মুখ্যমন্ত্রীকে ‘অমর এগারো’ স্মারক তুলে দেন নতুন সচিব দেবাশিস দত্ত ও সহসভাপতি কুণাল ঘোষ

দায়িত্ব নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মোহনবাগান ক্লাবের নতুন সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta) ও সহসভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার বিকেলে, বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। মুখ্যমন্ত্রীর হাতে ‘অমর এগারো’ স্মারক তুলে দেন তাঁরা। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় মোহনবাগানের অত্যাধুনিক টেন্টের উদ্বোধনে।

মোহনবাগানের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিন, সৌজন্য বৈঠকে নতুন সচিব দেবাশিস দত্ত জানান, মুখ্যমন্ত্রী ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নে যে টাকা দিয়েছিলেন তা কীভাবে খরচ করা হয়েছে। তিনি জানান, অত্যাধুনিক তাঁবু তৈরি করা হয়েছে। সেই টেন্টের (Tent) উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের একটি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্ভবত একই দিনে দুটি ক্লাবের অনুষ্ঠান করবেন মমতা।

Previous article১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভায় এবার কোনও প্রতিনিধি থাকছে না কংগ্রেসের
Next articleEntertainment: ভেঙে গেল ঈশান খট্টর আর অনন্যা পান্ডের অফস্ক্রিন জুটি