তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে (Tapan Kandu) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার, কলকাতা হাইকোর্টের বিচারপতির রাজশেখর মান্থার বেঞ্চ এই রায় দেয়। বিচারপতির মতে, এই ঘটনায় রাজনৈতিক কারণ জড়িত। এক্ষেত্রে আতসকাচের নীচে আইসির (IC) ভূমিকা। হাইকোর্টের মতে, যে ফোনালাপ ভাইরাল হয়েছে তার প্রেক্ষিতে আইসি-র ভূমিকা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার পূর্ণাঙ্গ তদন্তের আগে কীভাবে সাংবাদিক বৈঠকে করে আইসি-কে ক্লিনচিট দিলেন! এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কীভাবে তিনি এটা পারিবারিক বিবাদ বলে আইসিকে ছাড়ড দিলেন? তাঁর সাংবাদিক বৈঠকের মন্তব্যের উল্লেখ করে তদন্তভার সিআইডি-র থেকে সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

 

Previous articleATK Mohunbagan: বাগানের অনুশীলনে যোগ দিলেন ডেভিড উইলিয়ামস
Next articleদ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর, কী বললেন তিনি?