Friday, November 14, 2025

এবার কি SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ? CBI-এর নজর মেডিক্যাল বোর্ডের উপর

Date:

গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ, বুধবার সকাল ১১টা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে নিজাম প্যালেসে CBI-এর মুখোমুখি হওয়ার জন্য বের হয়েও কার্যত চমক দিয়ে SSKM হাসপাতালে চলে গেলেন অনুব্রত মণ্ডল। উডবার্ন ব্লকে ২১১ নম্বর কেবিন তাকে দেওয়া হয়েছে। নিয়ে গিয়ে চিকিৎসকদের একটি টিম তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তিনি আসতে পারেন মনে করেই SSKM হাসপাতালে সমস্ত আয়োজন করা ছিল বলে জানা গিয়েছে।

তবে CBI সূত্রে খবর, তাঁরাও অনুমান করেছিলেন নিজাম প্যালেসে না এসে অন্যান্যবারের মতো এবারও সোজা হাসপাতালে যেতে পারেন অনুব্রত। তাই পরিস্থতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তের স্বার্থে CBI-এর একটি টিম SSKM হাসপাতালে গিয়েই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। SSKM কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাঁরা বিষয়টি চূড়ান্ত করবেন বলেও শোনা যাচ্ছে।

এমনকি, কোন শারীরিক সমস্যার কারনে বারেবারে অনুব্রত মণ্ডল হাসপাতালে যাচ্ছেন তা নিয়েও খোঁজখবর করতে CBI পাল্টা একটি মেডিক্যাল টিম তৈরি করছে। এই চিকিৎসকরা এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের ওপর কড়া নজরদারি করবে সিবিআইয়ের চিকিৎসক টিম। প্রতিটি মুহূর্তের রিপোর্ট সংগ্রহ করে তাঁরা তদন্তকারী অফিসারদের জানাবেন।

 

অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য CBI-এর তরফে চিফ ইনভেস্টিগেটিং অফিসার, অ্যাডিশনাল এসপিরা তৈরি ছিলেন। এছাড়াও সিবিআইএর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রিবাস্তব গতকাল, মঙ্গলবার কলকাতা পৌঁছেছেন। গরু পাচার কাণ্ডে এর আগে গ্রেফতার হওয়া এনামুল হকের জবানবন্দির ভিত্তিতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবেন CBI আধিকারিকরা, এমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডের তদন্তে এর আগেও ৩ বার CBI হাজিরা এড়িয়েছেন অনুব্রত মন্ডল। তবে এদিন তিনি আসবেন এমনটি চাউর হতেই সকাল থেকেই নিরাপত্তা বাড়ানো হল নিজাম প্যালেসে। ভিড় বা অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে ব্যারিকেড করা হয় নিজাম প্যালেস চত্বরে।

 

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version