আজই নিজাম প্যালেসে পার্থকে হাজিরার নির্দেশ, ভর্তি হওয়া যাবে না উডবার্নে: হাইকোর্ট

SSC-র গ্রুপ ডি ও নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজই বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। একই সঙ্গে বিচারপতি বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি।

পাশাপাশি, জিজ্ঞাসাবাদের (SSC) পরে CBI প্রয়োজনে পার্থ (Partha Chatterjee) চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে বলেও জানিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের বিধানপরিষদ নির্বাচন: মোদি গড় বারাণসীতে লজ্জার হার বিজেপির

এই নির্দেশ স্থগিতাদেশ চান আইনজীবী এসপি সিনহা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি। তৎকালীন শিক্ষামন্ত্রী নির্দেশ ছাড়া কেউ কাজ করতে পারেননি বলে মন্তব্য করে সিঙ্গল বেঞ্চ।



Previous articleউত্তরপ্রদেশের বিধানপরিষদ নির্বাচন: মোদি গড় বারাণসীতে লজ্জার হার বিজেপির
Next articleCommonwealth Games: ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়