‘রুদ্ধ নীলের আর্তনাদ’, এবার কবিতায় রুদ্রনীলকে খোঁচা মদন মিত্রের

রাজনীতির মঞ্চে কবিতা-ছন্দের লড়াই। এবার রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) প্যারোডির পাল্টা জবাব দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ফেসবুকে (Facebook) লিখলেন কবিতা।

কিছুদিন আগে জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ কবিতার প্যারোডি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রুদ্রনীল। ভাইরাল হয় সেই কবিতার ভিডিও। কবিতার নাম দেন ‘অনুমাধব’। প্যারোডির প্রতিটি লাইনে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে খোঁচা দেন রুদ্রনীল। আর তারই পালটা দিয়েই ফেসবুকে মদন মিত্র “রুদ্ধ নীলের আর্তনাদ” নামের কবিতা লিখে পোস্ট করেন। “রুদ্র রূপ দেখেছো কি / ওহে মাধব নীল…” এই লাইনের মাধ্যমে শুরু হয়েছে মদন মিত্রর কবিতা। তাতে বিজেপির তারকা সদস্যের দাড়ি নিয়েও খোঁচা দেওয়া হয়েছে। প্রতিটি ছত্রেই তিনি বিজেপির তারকা নেতাকে বিঁধেছেন।

প্রসঙ্গত রুদ্রনীল ঘোষের প্যারোডির পর তাঁকেও পাল্টা প্যারোডি লিখে কটাক্ষ করেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর পর এবার রুদ্রনীলকে কবিতা লিখে কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন- হাইকোর্টে বার অ্যাসসিয়েশনের বৈঠকে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা!

Previous articleহাঁসখালি ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
Next articleএবার থেকে স্নাতকস্তরে একই সঙ্গে দু’টি কোর্সের সুযোগ! কী বলছে UGC