হাইকোর্টে বার অ্যাসসিয়েশনের বৈঠকে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা!

বেনজির ঘটনা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বার অ্যাসসিয়েশনের (Bar Association) বৈঠকে গন্ডগোল। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আইনজীবীরা। জানা গিয়েছে, গন্ডগোলে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেস (TMC) এবং বিজেপি (BJP) সমর্থনকারী আইনজীবীরা।

আরও পড়ুন-বোলপুরের নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক, এসএসকেএমে স্থানান্তরিত

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চ বয়কট নিয়ে বারের দুই গোষ্ঠী তৃণমূল এবং বিজেপির মধ্যে ঝামেলা শুরু হয় বলেই খবর। একাংশের আইনজীবীরা বলেন, বিচারপতি লাগাতার একপেশে নির্দেশ দিচ্ছেন। অন্য পক্ষের আইনজীবীরা বলছেন, বিচারপতি সঠিক নির্দেশই দিচ্ছেন। এ বিষয় মঙ্গলবার হাইকোর্টে (Calcutta High Court) বৈঠক হলেও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের সদস্যরা।




Previous articleনিউইয়র্কে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ ১৩, আততায়ীর খোঁজে পুলিশ
Next articleসরকারি কর্মচারীদের ‘শায়েস্তা’ নয়া পাক প্রধানমন্ত্রীর