এবার থেকে স্নাতকস্তরে একই সঙ্গে দু’টি কোর্সের সুযোগ! কী বলছে UGC

এবার থেকে স্নাতকস্তরে একই সঙ্গে দুটি ডিগ্রি কোর্সে পড়াশোনা করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এই নিয়ম আনছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC)। এই নিয়ম কার্যকর হলে বহু পড়ুয়াই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তরফে সংস্থার চেয়ারম্যান জগদীশ কুমার (Chairman Jagadesh Kumar) বলেন, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা চাইলে আরেকটি ডিগ্রি কোর্স, ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স করতে পারবেন। এক্ষেত্রে দুটি ডিগ্রিতেই অফলাইন অথবা একটি ডিগ্রিতে অনলাইন কিংবা দুটি ডিগ্রিতেই অনলাইন ক্লাস করা যাবে। তাতে কোনও কোনও আপত্তি নেই ইউজিসির। এ প্রসঙ্গে ১৩ এপ্রিল, বুধবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে University Grants Commission-এর (UGC) ওয়েবসাইটে। তবে রয়েছে কিছু শর্ত।

আরও পড়ুন-নিউইয়র্কে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ ১৩, আততায়ীর খোঁজে পুলিশ

* কোনও ছাত্রছাত্রী যে দুটি কোর্সে ভর্তি হচ্ছেন সেই দুটি পাঠক্রম একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

* নিশ্চিত করতে হবে যে ছাত্রছাত্রী দুটি ভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।

* নিয়মিত পাঠক্রমের ক্ষেত্রে দুটি পাঠক্রমের ক্লাস একই সময় হলে চলবে না। আলাদা সময় হতে হবে।

Previous article‘রুদ্ধ নীলের আর্তনাদ’, এবার কবিতায় রুদ্রনীলকে খোঁচা মদন মিত্রের
Next articleনববর্ষে মেট্রোর সময়সূচিতে বদল, দেখুন প্রথম ট্রেন ক’টায়?