Thursday, August 21, 2025

আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তপ্ত হাইকোর্ট চত্বর, অবস্থানে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তপ্ত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাস বয়কট করতে চেয়ে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই ঘরে ঢোকার চেষ্টা করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়রা। একই সঙ্গে ভিতরে যেতে চান বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কল্লোল মণ্ডল ও কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বোদল ভট্টাচার্য। বাধা দেন বিক্ষোভকারীরা। দুপক্ষের ধাক্কাধাক্কিতে পরিবেশ উত্তপ্ত হয়।

ওই সময়ই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে ঢোকেন। সেখানও গোলমাল করেন বয়কটপন্থীদের একাংশ। তুমুল হট্টোগোলের মধ্যে বিচারপতি বলেন, যাঁদের এই এজলাসে হাজির থাকার ইচ্ছে নেই, তাঁরা বেরিয়ে যেতে পারেন। এই ঘটনার কথা জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Prakash Shribastav) এজলাসে কয়েকজন আইনজীবী পদক্ষেপের আবেদন করেন। শুনানি মাঝ পথে থামিয়ে এজলাস ছাড়েন প্রধান বিচারপতি। এরপর তাঁর চেম্বারে বিকাশরঞ্জন ভট্টাচার্য, অরুণাভ ঘোষ, বিশ্বব্রত বসু মল্লিক-সহ বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে বৈঠক হয়। কিন্তু তাতেও কোনও সমাধানসূত্র বেরোয়নি।

এ সবের মধ্যেই ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন “মাথায় বন্দুক ধরলেও দুর্নীতি দেখলে চুপ করে থাকব না। আওয়াজ তুলবই।” তিনি দাবি করেন, রাজনীতি করছেন না। শুধু দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, “যদি মনে হয় আমি ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে বলে ভুল করেছি, তা হলে সুপ্রিম কোর্টে যান।“

আরও পড়ুন- Taliban : তালিবানি তান্ডব, খুন প্রায় ৫০০ আফগান আমলা !

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version