Saturday, November 8, 2025

গোমাংস বিক্রির গুজব, দিল্লিতে যুবককে পিটিয়ে খুন গোরক্ষকদের

Date:

Share post:

ফের প্রকাশ্যে এল গোরক্ষকদের তাণ্ডবের কথা। এবার ঘটনাস্থল রাজধানী দিল্লি। জানা গিয়েছে গোমাংস বিক্রির অভিযোগে এক ফার্ম হাউসের কেয়ারটেকারকে পিটিয়ে খুন করেছে তথাকথিত কিছু গোরক্ষক। যদিও মৃতের স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী এক বছরেরও বেশি সময় ধরে অসুস্থ। তিনি কোনওদিনই গোমাংস বিক্রি করতেন না। এ ধরনের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন না। অযথাই গুজব ছড়িয়ে তাঁর স্বামীকে পিটিয়ে মারা হয়েছে।

সোমবার রাতে দিল্লির দােয়ারকা এলাকার বাসিন্দা রাজারাম নামে ওই কেয়ারটেকারের উপর ১০-১৫ জন দুষ্কৃতীর একটি দল হামলা চালায়। প্রকাশ্যেই রাজারামকে পিটিয়ে মারে ওই গোরক্ষকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও রাজারামকে বাঁচানো যায়নি। এ ঘটনার পর দুদিন কেটে গেলেও কেউ গ্রেফতার হয়নি। শুধুমাত্র কয়েজন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুই বছরেরও বেশি সময় ধরে দোয়ারকা অঞ্চলে এক চিকিৎসকের ফার্মহাউসে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন রাজারাম। ৪ সন্তান এবং স্ত্রীকে নিয়ে রাজারামের ৬ জনের সংসার। তবে নিজেদের নাম গোপন করে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, রাজারাম ফার্মহাউসের ভিতরে গোপনে গোহত্যা করতেন এবং লুকিয়ে বিক্রি করতেন সেই মাংস। বেশ কয়েকদিন ধরেই এলাকায় রাজারামের বিরুদ্ধে গোমাংস বিক্রির কথা ছড়িয়ে পড়েছিল। তার পরেই সোমবার রাতে রাজারামের উপর হামলা হয়।

যদিও রাজারামের স্ত্রী পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি রাজারাম দীর্ঘ এক বছর ধরে লিভারের সমস্যায় ভুগছেন। কেয়ারটেকারের কাজ করে মাসে হাজার চারেক টাকা রোজগার করতেন তাঁর স্বামী। যে কারণে তাঁর ১৬ বছর বয়সি বড় ছেলেকেও কাজে লাগিয়েছেন। স্বামী ও ছেলের আয়ে কোনওভাবে তাঁদের সংসার চলত। তাই স্বামীর মৃত্যুতে কিভাবে তাঁর সংসার চলবে তা তিনি বুঝতে পারছেন না।

আরও পড়ুন- আত্মীয়-বন্ধু সমাগমে তারকাখচিত রণবীর-আলিয়ার মেহেন্দি-সঙ্গীত

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...