১৪ এপ্রিল বি আর আম্বেদকর (B.R Ambedkar)-এর জন্মদিন। সারাদেশে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে এই দিনটি। সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। যেভাবে সাহসের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন বাবাসাহেব আম্বেদকর (B.R Ambedkar) সেই শিক্ষা বর্তমান সমাজে অত্যন্ত জরুরি বলে টুইটে উল্লেখ করেন অভিষেক(Abhishek Bandyopadhyay)।

অভিষেক লেখেন, “ডঃ বি আর আম্বেদকর আমাদের সাহসিকতার সঙ্গে সব নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন। তিনি ভারতীয় সমাজকে উন্নতির পথে নিয়ে গিয়েছিলেন। আর এখন আগের চেয়ে অনেক বেশি তাঁর দেখানো পথে আমাদের চলতে হবে।

সবাইকে #আম্বেদকরজয়ন্তীর শুভেচ্ছা”

Dr B R Ambedkar taught us to fight fearlessly against all forms of oppression. He led the Indian society towards the path of progress & inclusivity and now, more than ever, we must ensure that his teachings are followed by all.
Best wishes to all on #AmbedkarJayanti
— Abhishek Banerjee (@abhishekaitc) April 14, 2022