নেহরু মিউজিয়ামকে (Nehru Museum) নতুন নাম দিয়ে নব কলেবরে সাজিয়ে তা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । নেহরু মিউজিয়ামের নতুন নাম হল প্রধানমন্ত্রী সংগ্রহালয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বাসভবন তিন মূর্তি ভবনে এই মিউজিয়ামটি তৈরি হয়েছিল। তিন মূর্তি ভবনের ৪৫ একর জমির তিনতলায় গ্র্যান্ড প্রাইম মিনিস্টার মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে চোখ ধাঁধানো কারুকাজ করে সাজানো হয়েছে সংগ্রহালয়টি । এতদিন পর্যন্ত এই মিউজিয়ামটি শুধুমাত্র পণ্ডিত নেহরুর জীবনী ও ছবি দিয়ে সাজানো ছিল। কিন্তু এখন সেখানে নেহরু ছাড়াও মনমোহন সিং থেকে নরেন্দ্র মোদি পর্যন্ত সব প্রধানমন্ত্রীর জীবন, কাজ এবং অবদানকে তুলে ধরা হয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের ১৪ জন প্রধানমন্ত্রীর জীবন ও কার্যকালের তথ্য ও নথি থাকছে এই মিউজিয়ামে। শুধু প্রধানমন্ত্রীরাই নন, এদের পাশাপাশি মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল, বাবাসাহেব আম্বেদকর-সহ দেশের অন্য ব্যক্তিত্বদের নিয়েও বহু ছবি এবং ঘটনাবলি সাজানো থাকছে এই মিউজিয়ামে। বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে এই সংগ্রহশালাটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি। এদিন মিউজিয়ামে প্রবেশের প্রথম টিকিটটিও কাটেন প্রধানমন্ত্রী নিজেই।
