শঙ্খ বাজল , উলুধ্বনি দিলেন মহিলারা, খুশিতে মাতল দক্ষিণ কলকাতা। রিক্সা করে এলেন পাত্র রণবীর( Ranbir), বিবাহ মন্ডপ পিঁড়িতে বসে পৌঁছলেন আলিয়া(Alia)। বিবাহ বাসর একুশের পল্লী পুজো মণ্ডপ সেখানেই ১৪ এপ্রিল বিয়ে হল রণবীর-আলিয়ার(Ranbir Kapoor Alia Bhatt)। তবে মুম্বাইয়ের ( Mumbai) বাস্তুতে বিয়ে হওয়া আর দক্ষিণ কলকাতায় বিয়ে হওয়ার মধ্যে ফারাক একটাই। এখানে মানে কলকাতার (Kolkata) বিয়েতে সশরীরে হাজির ছিলেন না রণবীর-আলিয়া, ছিল তাদের পুতুল।

বলিউডের হাইপ্রোফাইল বিয়ে নিয়ে গতকাল সারাদিন নেট দুনিয়া আর টেলিভিশনে চোখ রেখেছিলেন রালিয়ার অগণিত অনুরাগীরা। ঠিক বিকেল তিনটে নাগাদ বিবাহ মন্ডপ শুরু হয় বিয়ের মন্ত্রোচ্চারণ। কলকাতার ২১এর পল্লীতেও তখন সাজো সাজো রব আর তুমুল ব্যস্ততা। রীতিমতো পুরোহিত ডেকে নিয়ম মেনে রণবীর-আলিয়ার বিয়ে হল। রণবীরের পুতুল আর আলিয়ার পুতুল, মুখে ওনাদের মুখোশ। প্রতীকী বিয়ের অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড বাজল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আগামি ছবি ‘বেলাশুরু’র ট্রেন্ডিং গান ” ইনি বিনি টাপা টিনি” । তাতে নৃত্য প্রদর্শন করেন অনেকেই। টিউটোপিয়ার উদ্যোগে সংস্কৃতি আর ঐতিহ্যকে সমাজের সামনে তুলে ধরতেই এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী ইন্দ্রানী দত্ত।

তত্ত্ব সাজিয়ে , রীতি মেনে হল বিয়ে, রালিয়ার প্রতীকী শুভ পরিণয়ে বাজল বাংলা গান টাপা টিনি। এভাবেই বাণিজ্য নগরী মিশে গেল বাঙালির কলকাতায়।

৪৮ মহিলা রোগীকে যৌন হেনস্থা, অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক
