শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের ( Mumbai Indiance) বিরুদ্ধে ১৮ রানে জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। এই জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কে এল রাহুলের (KL Rahul) দল। মুম্বইকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে লখনউ। তবে এই জয়ের মধ্যেই শাস্তি পেলেন লখনউয়ের অধিনায়ক। রোহিত শর্মাদের (Rohit Sharma) বিরুদ্ধে মন্থর বোলিং-এর কারণে জরিমানা করা হল রাহুলকে।

এদিন আইপিএলের তরফে জানান হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৬ এপ্রিলের ম্যাচে মন্থর বোলিং করার জন্য জরিমানা করা হল লখনউকে। এটা ওদের প্রথমবার হওয়ার কারণে তাদের অধিনায়ক কে এল রাহুলকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।
শনিবার মুম্বইকে ১৮ রানে হারিয়েছে কে এল রাহুলের দল। এই ম্যাচে দুরন্ত শতরানের ইনিংস খেলেন রাহুল। ওপর দিকে টানা ছ’টি ম্যাচে হেরে লিগ টেবিলের দশম স্থানে মুম্বই।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
