প্রকাশ্যে চড় যুবককে, কর্ণাটকের কংগ্রেস বিধায়কের ভিডিও ভাইরাল

পানীয় জল (Drinking Water) এবং উন্নত সড়ক চাইবার অপরাধে চড় খেতে হল যুবককে। কান্ডটি ঘটালেন কর্ণাটকের( Karnataka) কংগ্রেস বিধায়ক ভেঙ্কটারামানাপ্পা( Vengkataramanappa)। শুধু চড়ই মারলেন না প্রচন্ড শাসিয়ে চলে যেতে বললেন, না গেলে গারদে ঢোকানোর হুমকিও দিলেন জনৈক যুবক নরসিংহ মূর্তিকে। উন্নত পথঘাট আর পানীয় জল যে কোনও মানুষের ন্যুনতম চাহিদা। যা দাবি করা কোনও অপরাধ নয়। কিন্তু বিনা কারণে সম্মানহানির মতো সাজা হলো তাঁর। প্রকাশ্যে চপেটাঘাত জুটল তাঁর ভাগ্যে।

সংবাদসূত্র থেকে জানা যাচ্ছে, কর্ণাটকের টুমকুর-এর নাগেনহাল্লি গ্রামের  যুবক নরসিংহ মূর্তি তহসিলদারের দফতরে গিয়ে আবেদন জানান যাতে তাঁর এলাকায় রাস্তা ঠিক করা হয় এবং পানীয় জলের সরবরাহ ঠিকমতো  হয়। এই আবেদন শোনার পরেই মেজাজ হারালেন  বিধায়ক। চড় মেরে বসলেন এবং হুমকিও দিলেন।

আরও পড়ুন:Manchester United: ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন পূর্ণকালীন হেড কোচ হলেন এরিক টেন হাগ

ভিডিওতে দেখা গেল নরসিংহর সঙ্গে তাঁর প্রচন্ড বিতর্ক শুরু হয় তারপরেই তিনি চড় মারেন এবং এখান থেকে চলে না গেলে গারদে ঢোকানোর হুমকি দেন। শুধু তিনি নয় বিধায়কের নিরাপত্তা রক্ষীও ধাক্কা দিতে থাকেন ওই যুবককে। ভিডিওটি ভাইরাল হয়। সেই ভিডিও
দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। কী করে একজন জনপ্রতিনিধি হয়ে এমন আচরণ করেন এ প্রশ্ন তোলেন তাঁরা । তাঁকে আক্রমণ করেছে বিজেপিও।

এটা কোনও নতুন ঘটনা নয়।এর আগেও সিদ্দারামাইয়াও  ডিকে এস কংগ্রেস কর্মীদের প্রকাশ্যে চড় মারার ঘটনার ইতিহাস রয়েছে।




Previous articleMurder: ঠাকুমাকে খুন নাবালক নাতির ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
Next articleউপত্যকায় বড় সাফল্য: যৌথবাহিনীর অভিযানে উপ্ত্যকায় খতম লস্কর কমান্ডার ইউসুফ