Thursday, August 28, 2025

জাহাঙ্গিরপুরী কাণ্ডের মাস্টারমাইন্ড আনসারের বিজেপি যোগ, ছবিসহ টুইট পার্থ-ইন্দ্রনীলদের

Date:

দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার মূলচক্রী মহম্মদ আনসারের(Md Ansar) বিজেপি(BJP) যোগ এবার স্পষ্ট হয়ে উঠল। বিজেপির উত্তরীয় গলায় গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে আনসারের এমন একাধিক ছবি শুক্রবার প্রকাশ্যে এনেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee), রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন(Indranil Sen) সহ অন্যান্য নেতৃত্বরা। আর এই ছবি স্পষ্ট করে দিচ্ছে দিল্লি হিংসার মাস্টারমাইন্ড আনসারের আসল রাজনৈতিক পরিচয় নিয়ে।

আনসারের বিজেপি যোগের যে ছবি এদিন প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, গেরুয়া শিবিরের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ দিল্লি হিংসা কাণ্ডের মুল অভিযুক্ত এই আনসার। গেরুয়া পতাকা গায়ে জড়িয়ে মিছিলে হাঁটার পাশাপাশি বিজেপির মঞ্চে নেতৃত্বদের সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে। আর এই ছবি তুলে ধরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় টুইটে লেখেন, “আমি বিশ্বাস করি আমাদের অগ্রাধিকার হয়া উচিৎ ন্যায়বিচার নিশ্চিত করা। অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আনসার বিজেপির সঙ্গে ঠিক কতখানি ঘনিষ্ঠ।” পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আনসারের বিজেপি যোগের ছবি তুলে ধরে টুইট করেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। টুইটে তিনি লেখেন, আনসারকে আশ্রয় দিয়েছিল বিজেপি। নিচের ছবিগুলি তা স্পষ্ট করে দিয়েছে। এইসব আবর্জনা দিয়ে মোদি-শাহ জুটিকে খুশি করতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি ওরা। পাশাপাশি তার বিজেপি যোগের ছবি তুলে ধরে শাস্তির দাবিতে সরব হয়েছেন রাজ্যের আরও এক মন্ত্রী সুজিত বসু। আনসারের বিজেপি যোগের ছবি তুলে ধরে টুইট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সমীর চক্রবর্তীর মত একাধিক তৃণমূল নেতা।

আরও পড়ুন:ফের রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভে বিস্ফোরক টুইট অনুপম হাজরার, সঙ্গে পরামর্শ

প্রসঙ্গত, দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনার তদন্তে নেমে তদন্তকারী দল এই ঘটনায় বাংলা যোগ পায়। মূলচক্রী হিসেবে উঠে আসে হলদিয়ার জামাই আনসারের নাম। তবে এই ঘটনা বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলে দেয় যখন দেখা যায় তৃণমূলের এক কাউন্সিলরের সঙ্গে এই অভিযুক্তের ছবি। স্বাভাবিকভাবেই বিষয়টিকে হাতিয়ার করে ময়দানে নামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য ছোট মেজ নেতারা। এই ঘটনার পর এবার ওই অভিযুক্তের সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতা স্পষ্ট হয়ে গেল।




Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version